
খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি স্বাভাবিক ঘটনা। প্রায় প্রত্যেকটি ম্যাচে এমন ঘটনা হার হামেশাই ঘটতে দেখা যায়। তবে বর্তমান ক্রিকেট জগতে সবচেয়ে শান্ত মস্তিষ্কের যত ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে তাকেও এদিন ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ও সিরিজের শেষ টেস্টে নিজেকে ধরে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বোলারের চোখ-রাঙানিতে ব্যাট হাতে এগিয়ে গেলেন তিনি!
ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে পাকিস্তানের সামনে ৩৯১ রানের লক্ষ্যমাত্রা স্থির করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৬৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১১ রান তুলেছে। এরফলে ১৩৪ রানে এগিয়ে রয়েছে অজি বাহিনী। তবে আজ নাটকীয়ভাবে শেষ হয়েছে ম্যাচের তৃতীয় দিনের খেলা। দিনের শেষ দিকে বল করছিলেন পাক ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি আর ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সময় আফ্রিদি একটি বাউন্সার দেন। ওয়ার্নার সেটিকে লাফিয়ে খেলেন।
What a way to conclude the day 😄 #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/FafG8lkVTT
— Pakistan Cricket (@TheRealPCB) March 23, 2022
এরপরেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। পাকিস্তানি বোলার শাহীন শাহ আফ্রিদি পিচে না থেমে ওয়ার্নারের দিকে তেড়ে যান। পাক পেস বোলারকে নিজের কাছে আসতে দেখে নিজের পিচে ব্যাটের স্পর্শ করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও আফ্রিদির দিকে এগিয়ে আসেন। এরপর দুজনে মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙাতে শুরু করেন। বাকি সমস্ত ক্রিকেটার দুজকে গন্ডগোলে জড়ানো থেকে আটকাতে গিয়ে দেখেন দুজনেই অট্টহাসিতে ফেটে পড়েছেন। শাহীন শাহ আফ্রীদি এবং ডেভিড ওয়ার্নারের এমন কর্মকাণ্ড ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে ড্র হয়েছে। সিরিজের শেষ ম্যাচও ফলাফল শুন্য ভাবে শেষ হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
