Connect with us

Cricket News

David Warner: টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার!

Advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড নিজের নামে লিখে ফেললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বর্তমানে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইতিপূর্বে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। নিয়ম রক্ষার স্বার্থে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ান বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার এক বিরল লজ্জাজনক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে দুই ইনিংসে ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত ‘শূন্য’ রানে প্যাভিলিয়নে ফিরেছেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, দুই ইনিংসে ক্যাচ আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘটনাটি রীতিমতো বিরল। আশ্চর্য হলেও সত্যি, ডেভিড ওয়ার্নার দুই ইনিংসে মোট ২৫ বল খেলেছেন। তার পরেও রানের খাতা খুলতে পারেননি কিংবদন্তি এই ব্যাটসম্যান। বিষয়টি রীতিমতো ক্রিকেটপ্রেমীদের সমালোচনার এক বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, চলতি অ্যাশেজ সিরিজে ইতিপূর্বে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে কয়েকটি লম্বা ইনিংস এসেছে। তাছাড়া বর্তমানে ডেভিড ওয়ার্নার নিজের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্মে রয়েছেন। অ্যাশেজ সিরিজের পূর্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে বলতে গেলে একাই ব্যাটিং করে দলকে বিশ্বকাপ জিতিয়েছেনছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান ‘অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। চলতি অ্যাশেজ সিরিজে ৯০ ঊর্ধ্ব ইনিংস এসেছে তার ব্যাট থেকে। অথচ সিরিজের শেষ ম্যাচে চরম ব্যর্থতা সমস্ত প্রশংসা ধুলিস্যাৎ করে দিয়েছে। প্রথম ইনিংসে ২২ বল মোকাবেলা করেন ডেভিড ওয়ার্নার, দ্বিতীয় ইনিংসে করেন ৩ বল। তবে দুই ইনিংসেই ক্যাচ আউট হয়ে রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। যদিও সিরিজের পঞ্চম ম্যাচেও চালকের আসনে বসে রয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement

#Trending

More in Cricket News