Connect with us

Cricket News

David Warner: মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন ডেভিড ওয়ার্নার!

Advertisement

অপমানটা বোধহয় আজও ভোলেনি অস্ট্রেলিয়ান ওপেনে ডেভিড ওয়ার্নার। কিভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে হায়দ্রাবাদ শিবিরে একঘরে করে দেওয়া হয়েছিল দুর্দান্ত প্রতাপশালী এই ওপেনারকে। আর তাইতো বিশ্বকাপের মঞ্চে বিশ্বসেরা হয়ে ফিরে আসা তার। আর কেনই বা সেটা করবেন না তিনি? আইপিএল এর প্রত্যেকটি আসরে ৫০০+ রান সংগ্রহ করেছেন তিনি। কিন্তু চলতি বছর সানরাইজ হায়দ্রাবাদের দায়িত্ব উইলিয়ামসনের হাতে যাওয়ার পর কোনো এক অজ্ঞাত কারণবশত দলছুট হন তিনি। এমনকি রিজার্ভ বেঞ্চে জায়গা হয়নি অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের।

সেই অপমানের যোগ্য জবাব দিয়েছেন মাসখানেকের মধ্যেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে মঞ্চে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে একটুও পিছুপা হননি ডেভিড ওয়ার্নার। ধারাবাহিকতার কোন কমতি ছিল না বিশ্বকাপের মঞ্চে। একের পর এক ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত শুরু করে দিয়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মূলত তার বিধ্বংসী ওপেনিং ব্যাটিং এর উপর ভর করে খুব তাড়াতাড়ি জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যেত অস্ট্রেলিয়া। ওডিআই ক্রিকেটে সর্বাধিক বার শিরোপা অর্জন করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার খাতা ছিল শূন্য।

এবার অ্যারন ফিঞ্চের হাত ধরে সেই খাতায় যুক্ত হয়েছে আরও একটি নতুন শিরোপা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলার গৌরব অর্জন করেছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষ “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত হন ডেভিড ওয়ার্নার। আর এবার মাসিক শ্রেষ্ঠ পুরস্কারে সম্মানিত হলেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিচারে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ডেভিড ওয়ার্নার। এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওয়ার্নার হারান পাকিস্তানের ওপেনার আবিদ আলি এবং নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদিকে। মহিলাদের ক্ষেত্রে এই সম্মান অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথুজ।

Advertisement

#Trending

More in Cricket News