
ভারতীয় জুনিয়র ক্রিকেট দল শেখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে আছে। প্রধান কোচ হিসেবে নিয়োজিত আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভারত সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবেন। ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে জয় লাভ করে ভারত ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত শ্বাসরুদ্ধকর জয় পায়। হেরে যাওয়া ম্যাচকে পুনরুদ্ধার করে ম্যাচের নায়ক হন দীপক চাহার।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করতে সক্ষম হয়। জবাবে ভারত ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে। কিন্তু তৃতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান পৃথ্বী শ। তারপর থেকে শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। শ্রীলঙ্কার বোলারদের সম্মুখে একে একে দিতে থাকে নিজেদের উইকেট। ১৯৩ রানে ভারত ৭ উইকেট হারিয়ে ফেলে। সেই সময় অষ্টম জুটিতে এক অনবদ্য ইনিংস উপহার দেন দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার। তাদের দুজনের পার্টনারশিপে ৮৪ রান যোগ হয় ভারতের খাতায়।
৫ বল হাতে থাকতেই ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দীপক চাহার এর ব্যাট থেকে আসে ব্যক্তিগত ৬৯ রান। জয়সূচক রানটিও আসে তার ব্যাট থেকে। ৫০ তম ওভারের প্রথম বলে চার মেরে জয়ের গণ্ডি পার করান দীপক চাহার। শেষ বাউন্ডারিটি আসার সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তার বোন মালতি চাহার (Malti Chahar)। মালতি চাহার পেশায় একজন মডেল। তিনি সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বর্তমানে ভারত (২-০) তে এগিয়ে আছে সিরিজে।
And you did it brother 😘
Won the match for India and heart of every Indian❤️ @deepak_chahar9
You are ⭐️.. keep shining😘#indiavssrilanka #teamindia #bleedblue pic.twitter.com/WpLVejJCWh— Malti Chahar🇮🇳 (@ChaharMalti) July 20, 2021
