
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান রত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বাংলাদেশি টাইগাররা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ এবং দ্বিতীয় ইনিংসে ২০৪ রান করে। প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৮ রান করলেও শেষ ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ফলশ্রুতিতে ২২০ রানের বিশাল ব্যবধানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচে পরাজয় স্বীকার করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং অন ফিল্ড আম্পায়ারের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানাতে চলেছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড। এর পিছনে কারণ অবশ্য অন ফিল্ড আম্পায়ারের অপারগতা। ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন আম্পায়ারের বিরুদ্ধে খেলা চলাকালীন এবং খেলা পরবর্তী সময়ে অভিযোগ জানিয়েছে বিভিন্ন ক্রিকেটাররা। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে বিষয়টি নিয়ে শরণাপন্ন হওয়ার উদ্যোগ নিয়েছে। এর কারণ অবশ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা অনবরত বাংলাদেশী ক্রিকেটারদের ‘নিন্দনীয়’ স্লেজিং করে যাওয়ার পরেও আম্পায়াররা উদাসীন থেকেছেন।
আর এই বিষয়টি অনফিল্ড আম্পায়ারকে বারবার অবগত শর্তেও কোনরকম সিদ্ধান্ত নেননি মাঠে দাঁড়িয়ে থাকা দুই আম্পায়ার। বাংলাদেশের ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস এদিন সংবাদমাধ্যমের এক বিবৃতিতে বলেছেন, “এক দিনের সিরিজের পরেই আমরা অভিযোগ জানিয়েছিলাম। ম্যাচ রেফারি প্রথমে আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই টেস্ট ম্যাচ নিয়েও একই অভিযোগ জানানো হয়েছে।” ইউনুস আরো বলেন, “স্লেজিং দু’তরফেই হয়েছে। কিন্তু ওরা যখন ব্যাপারটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেল, তখন আমরা আম্পায়ারদের জানাই। ওরা কোনও ব্যবস্থা নেয়নি। এই আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা করছি।”
