Connect with us

Cricket News

T20 World Cup: বিশ্বকাপে কোহলিদের হারাতে পারলে আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে যাবে পাকিস্তানের, বললেন প্রাক্তন এই পাক ক্রিকেটার

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে গোনা কয়েক দিন বাকি। ইতিমধ্যে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে ক্রিকেটমহলে। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত সমস্ত দল। প্রত্যেক দেশ তাদের নিজস্ব শক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দলকে টার্গেটে রাখবে পাকিস্তান। যদিও পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার কথা কতটা কার্যকারী হবে সেটি বিশ্বকাপের মঞ্চে প্রমাণিত হবে। কিন্তু এবার প্রাক্তন পাক ক্রিকেটার মুদাস্সার হুংকার দিয়ে উঠলেন।

মুদাস্সার বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল অত্যন্ত শক্তিশালী। যে কোন দলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত পাকবাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম খেলা ভারতের বিপক্ষে। যেটি নিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে যদি বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল ভারতকে পরাজিত করতে পারে তাহলে পাকিস্তান ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি দলগুলো অনেকটাই ভয় পাবে পাকিস্তান ক্রিকেট দলকে। যদিও এ কাজটি করা অত্যন্ত কঠিন। কারণ ভারতীয় ক্রিকেট দল বর্তমানে যথেষ্ট শক্তিশালী।

মুদাস্সার আরো যোগ করেছেন, কিন্তু আশার বিষয় হলো ভারতের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ফর্মে নেই। তাছাড়া রোহিত শর্মা বিগত কয়েক ম্যাচে রান পারছেন না। সেক্ষেত্রে পাকিস্তান অনেকটাই এগিয়ে রয়েছে। বাবর আজম বিগত ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু তারপরেও ভারত অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। কিন্তু আমাদের ভুললে চলবেনা, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা ভারতকে পরাজিত করেছি। এই কাজ আমরা নির্দ্বিধায় আবার করতে পারি। তাছাড়া বিরাট কোহলি বিগত দুই তিন বছর ধরে একটিও শতক করতে পারেননি। তাই এক্ষেত্রে বাবর আজম নিজের কলাকৌশলী অবশ্যই জাহির করতে পারেন ভারতের সামনে।

Advertisement

#Trending

More in Cricket News