
একের পর এক বিতর্কে জড়িয়ে জর্জরিত হয়ে পড়েছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পূর্বে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর দিকে একাধিক তীর নিক্ষেপ করেন বিরাট কোহলি। ফলশ্রুতিতে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া কোহলি বনাম ভারতীয় ক্রিকেট বোর্ডের চর্চায় উত্তপ্ত। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে সেখানে নিভৃত বাস কাটিয়ে মাঠে নেমে পড়েছেন বিরাট বাহিনী।
ভারতীয় দলের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান বিরাট কোহলি বিগত দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য খুঁজে পাচ্ছেন না। তার ব্যাটে ছোট ছোট রানের ইনিংস আসলেও লম্বা ইনিংস দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যার কাছে শতক ছিল জল ভাতের মত তার ব্যাট থেকে বিগত দুই বছরে শতরানের ইনিংস দেখতে পাইনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ফলশ্রুতিতে একাধিক মাধ্যমে বারবার সমালোচিত হচ্ছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের একাংশের ধারণা, বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক পদে নিযুক্ত হওয়ার পর থেকে ব্যর্থ হওয়া শুরু হয়েছেন। অবিলম্বে অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তার।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। সেইমতো টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে ভারতের ঘোষিত অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড একদিনের ক্রিকেটেও রোহিত শর্মার ওপর নির্ভর করেছে। একরকম বিরাট কোহলির নিকট থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে বিষয়টি এখন ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচ্য বিষয়।
তবে সেই দিকে ভ্রুক্ষেপ নেই ভারতীয় রান মেশিন বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। সঙ্গে ডেপুটি থাকবেন কে এল রাহুল। শেষবারের মতো ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন বিরাট কোহলি। নিয়মিত বিষয়টি নিয়ে রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলতে দেখা গেছে বিরাট কোহলির। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুল দ্রাবিড়ের পরামর্শে খুব শীঘ্রই বিরাটের ব্যাট থেকে লম্বা ইনিংস আসতে চলেছে।
Getting Test-match ready 👌 👌
🎥 Snippets from #TeamIndia's first practice session ahead of the first #SAvIND Test. pic.twitter.com/QkrdgqP959
— BCCI (@BCCI) December 19, 2021
