
আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সিরিজের প্রথম ওডিআই ম্যাচ হলেও ভারতের জন্য আজকের ম্যাচের গুরুত্ব অধিক। কারণ ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে ভারত এক ঐতিহাসিক উপলব্ধি করতে চলেছে আজ। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০০০ তম একদিনের ম্যাচ খেলছে আজ। ভারতীয় দল এখনও পর্যন্ত সর্বাধিক ৯৯৯টি একদিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৫১৮ ম্যাচে এবং ৪৩১টি ম্যাচ হেরেছে ভারত।
আজকের ঐতিহাসিক ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং এর সামনে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবিয়ান দল। দলের হয়ে জেসন হোল্ডার সর্বোচ্চ ৭১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭৬ রান করতে সক্ষম হয়। দলের হয়ে যুজবেন্দ্র চাহাল ব্যক্তিগত ৪টি এবং ওয়াশিংটন সুন্দর ব্যক্তিগত ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ব্যক্তিগত দুটি উইকেট দখল করেন। সাথে মোহাম্মদ সিরাজ তুলে নেন একটি উইকেট।
১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ঐতিহাসিক ম্যাচ জয়ের উদ্দেশ্যে বিরতি শেষে ব্যাটিং করতে নেমে মাত্র ২৮ ওভারে রান তুলে নেয় ভারত। ওপেনিং জুটিতে রোহিত শর্মার ৬০ রানের বিধ্বংসী ইনিংস জয়ের খুব কাছে পৌঁছে দেয় ভারতকে। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিশান দলের জন্য ব্যক্তিগত ২৮ রান যুক্ত করেন। সূর্য কুমার যাদব ব্যক্তিগত অপরাজিত ৩৪ রানের ইনিংস এবং দীপক হুডা ব্যক্তিগত অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন। ঐতিহাসিক ম্যাচে জয়ের সাথে সাথে সিরিজে ১-০ তে লিড নিল ইন্ডিয়া।
