Connect with us

Cricket News

Ravindra Jadeja: বিধ্বংসী জাদেজা, মাত্র ১৮ বলে খেললেন অপরাজিত ৪৫ রানের ইনিংস!!

Advertisement

ইনজুরি থেকে জাতীয় দলে ফিরে আরো বিধ্বংসী হয়ে উঠলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেয়ে দলচ্যুত হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এই সময় কালে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে ছিলেন জাদেজা। নিজেকে জাতীয় দলের জন্য পুরোপুরিভাবে ফিট করার জন্য কঠিন অনুশীলনের মধ্যে সময় কাটিয়েছিলেন তিনি। এমনকি শ্রীলংকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবার পূর্বে লখনউ পৌঁছে গিয়েছিলেন জাদেজা।

শ্রীলংকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ বল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বকাপের আগেই নিজের অস্তিত্ব জানান দিয়েছেন জাড্ডু। এদিকে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে একটি উইকেট তুলে নেওয়ার পর দক্ষিণের সিনেমা ‘পুষ্পা দ্য রাইস’-এর অনুকরনে নিজেকে উপস্থাপন করেছিলেন জাদেজা। যার ফলে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের মত গলার উপর দিয়ে হাত চালিয়ে রীতিমতো আলোচনায় উঠে এসেছিলেন রবীন্দ্র জাদেজা।

এবার ব্যাট হাতেও বিধ্বংসী হতে দেখা গেল ভারতের এই তারকা অলরাউন্ডারকে। গতকাল শ্রীলংকার দেওয়া ১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই দুটি উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত ১ রানে ফেরেন প্যাভিলিয়নে। দলের হয়ে সঞ্জু স্যামসন ব্যক্তিগত ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৪৪ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস এবং রবীন্দ্র জাদেজা মাত্র ১৮ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শ্রেয়াস জাদেজার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Advertisement

#Trending

More in Cricket News