Connect with us

Cricket News

আইপিএল ২০২১-এ একাধিক রেকর্ডের মুখোমুখি ধোনি, দেখুন একনজরে

  • by

Advertisement

আইপিলের নয়া মরশুম শুরু হতে বাকি আর কিছু সময়ের। ভারতীয় বোর্ড সংযুক্ত আরব আমিরাতে ১৩ তম সংস্করণ অনুষ্ঠিত করার পর এবার দেশে পুরো টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম সংস্করণ ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও ব্যাঙ্গালোর। ১০ই এপ্রিল দিল্লির মুখোমুখি হতে চলেছে চেন্নাই। এটা সত্যিই কৌতূহলজনক হবে যে গত বছর বেশ খারাপ পারফরমেন্সের পর সিএসকে এই মরশুমে কিভাবে কামব্যাক করে। এদিকে এই সিজনে একাধিক রেকর্ডের সম্মুখীন মহেন্দ্র সিংহ ধোনি।

চলুন দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এ কোন কোন মাইলফলকগুলি ছুঁতে চলেছেন ধোনি।

১. আইপিএলে সিএসকের অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ১৮৬টি ছক্কা মেরেছেন তিনি। কার্যত আর ১৪টি ছক্কা মারলেই চেন্নাইয়ের হয়ে ২০০ টি ছক্কা মারা হয়ে যাবে ভারতের প্রাক্তন অধিনায়কের। এই মরশুমে তাঁর হাতে রয়েছে এই সুবর্ণ সুযোগ।

২. এইবারের আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের গণ্ডি ছুঁতে পারেন ধোনি। আগের বছরের আইপিএলে মোট ১৪টি ম্যাচে ২০০ রান করেছিলেন ধোনি। সুতরাং এবারের আইপিএলে ১৭৯ রান করলেই সব ধরনের টি২০ ম্যাচে ৭ হাজার রান সম্পূর্ণ করে ফেলতে পারবেন তিনি।

৩. শুধু ব্যাটের মাধ্যমেই নয়, উইকেটরক্ষক হিসেবেও রেকর্ডের মুখে ধোনি। এই ১৪তম সংস্করণে আইপিএলের প্রথম উইকেটরক্ষক হিসেবে ১৫০টি ক্যাচ সম্পূর্ণ করার দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্লে-অফ এবং সেখানেই ৩০ শে মে ফাইনাল আয়োজন করা হবে। ৫৬ টি ম্যাচের মধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বাই ও বেঙ্গালুরুতে হবে ১০ টি করে ম্যাচ। দিল্লি ও আহমেদাবাদে হবে ৮ টি করে ম্যাচ। হায়দ্রাবাদ, জয়পুর এবং মোহালিতে এই বার আইপিএল অনুষ্ঠিত হচ্ছে না।

Advertisement

#Trending

More in Cricket News