Connect with us

Cricket News

‘সিএসকের হৃদস্পন্দন ধোনি’ বললেন কোচ ফ্লেমিং, পড়ুন বিস্তারিত

  • by

Advertisement

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলের ‘হৃদস্পন্দন’ বলে আখ্যায়িত করলেন এবং বললেন ২০০ টি ম্যাচ খেলার পরেও ধোনির মধ্যে উন্নতি করার খিদে অপরিসীম। ২০০৮ সালে লিগের উদ্বোধনী সংস্করণ থেকে ধোনি সিএসকের নেতৃত্ব দিচ্ছেন। “২০০ টা গেম খেলার পর এখনও তাঁর মধ্যে খিদে রয়েছে, দলের জন্য আরও ভাল পারফর্ম করার ইচ্ছা আছে।” ফ্লেমিং বলেন।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, “আমি মনে করি সিএসকে ফ্র্যাঞ্চাইজিটি এমএস ধোনির এর সাথে বৃদ্ধি পেয়েছে ও সাফল্য অর্জন করেছে। ধোনির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করার আলাদা মজা রয়েছে”। ধোনিকে সিএসকে-র হৃদস্পন্দন আখ্যা দিয়ে ফ্লেমিং বলেন, “তিনি সিএসকে-র হৃদস্পন্দন, এতে কোনও সন্দেহ নেই। কর্মক্ষমতা, নির্দেশনা বা নেতৃত্ব যাই হোক না কেন, তার সম্পর্কে যতই বলি তা কম বলা হয়।” প্রথম খেলার পর দলটি যেভাবে ফিরে আসে তা চিত্তাকর্ষক এবং ম্যান অফ দ্য ম্যাচ দীপক চাহারের প্রচেষ্টা (৪/১৩) ছিল নজরকারা। শুক্রবার সিএসকে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে পরাজিত করেছে।

প্রিয় ‘থালা’ শুধু চেন্নাইয়ের নয়, গোটা ভারতীয় ক্রিকেটের চোখের মণি। তাঁকে এক পলক দেখার জন্য ভির জমে যায় সব জায়গায়। ধোনি নিজেও ২০০টি ম্যাচ খেলে খুশি। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।

Advertisement

#Trending

More in Cricket News