
ভারতীয় ক্রিকেটারদের রেস্টুরেন্টে খাওয়া নিয়ে তার পোস্ট করা একটি ভিডিয়ো আপাতত ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে আলোড়ন ফেলে দিয়েছে। সেই সমর্থক নভলদীপ সিং (Navaldeep Singh) এবার সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পাচ্ছেন।
শুক্রবার নভলদীপ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে রোহিত শর্মা ছাড়াও ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ এবং নবদীপ সাইনিকে কোনও একটি রেস্তোরাঁতে খেতে দেখা যায়। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই নড়েচ়ড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। রোহিতরা কোনওভাবে কোভিড প্রোটোকল ভেঙেছেন কি না, তা দেখা শুরু হয়। তার আগেই ওই পাঁচ ক্রিকেটারকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে।
প্রিয় ক্রিকেটারদের নিয়ে তৈরি হওয়া সংশয় মানতে না পেরেই রাগটা গিয়ে পড়েছে নভলদীপের ওপর। নভলদীপ নিজেও এই কথাটাই স্বীকার করে নিয়েছেন।
Mujhe log galiya de rae h.. dekho gaaliyo ka farak nai padta mujhe hum punjabi h 400-500 gaaliyan dosto ke saath bethe to apas main de dete h.. but i am really sad that i am against my country people at the moment. I am really sorry people and i just hope ke sab thik ho jaaye 😭
— Navaldeep Singh (@NavalGeekSingh) January 2, 2021
এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “লোকে আমাকে গালি দিচ্ছে। আমি দুঃখিত যে দেশের মানুষের কাছে এখন খারাপ হয়ে গিয়েছি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি যেন দ্রুত সব ঠিকঠাক হয়ে যায়।” তাঁর আগেও তিনি পোস্ট করেছিলেন, ‘কী করব আমি? মরে যাব? আমার কি কোনও অনুভূতি নেই?”
