Connect with us

Cricket News

ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের! দেখুন মর্মান্তিক ঘটনার ভিডিও

  • by

Advertisement

নির্মম, বেদনাদায়ক ঘটনার সাক্ষী হল বাইশ গজ, মহারাষ্ট্রের পুনে জেলায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে একজন ক্রিকেটার মারা যান। ওই ব্যক্তির নাম বাবু নলওয়াদে। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে ক্রিজে লুটিয়ে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। লাইভ ম্যাচ চলাকালীন মারা যান তিনি।

ক্রিকেট প্রিয় এই দেশের নানা জায়গায় নানা মরশুমে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।যাঁরা প্রফেশনাল নন তাঁরাও তাতে অংশ নেন এই টুর্নামেন্টগুলিতে। পুণের জুন্নার তেহসিলের যাদবওয়াদি গ্রামের কাছে আয়োজিত একটি স্থানীয় টুর্নামেন্টের সময় ঘটনাটি ঘটেছে। লক্ষণীয়, খেলোয়াড়কে ম্যাচ আম্পায়ার এবং স্ট্রাইকার প্রান্তে ব্যাটসম্যানের সাথে চ্যাট করতে দেখা যায় তাঁর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্তে, কিন্তু সেই ভাবে কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং লাইভ ম্যাচ চলাকালীন মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

ময়নাতদন্তের পর নিশ্চিত করা হয়েছে যে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। অনেকেই ওই ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। আর এই ঘটনা অনেককেই মনে করিয়ে দেয় প্রয়াত অজি ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি। নেট দুনিয়ায় দ্রুত ভাইরাল হয় এই মর্মান্তিক ভিডিও।

Advertisement

#Trending

More in Cricket News