
ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক সম্প্রতি সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক করেছিলেন। কার্তিকের অন-এয়ার বুদ্ধিদীপ্ত এবং বিশ্লেষণাত্মক ধারাভাষ্য দর্শকদের মন জয় করতে বেশি সময় নেয়নি। প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। পাল্টা টুইট করে সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন কার্তিক।
বৃহস্পতিবার কার্তিক যখন ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলেন তখন তাঁর এক বক্তব্যকে ঘিরে সমালোচনার ঝর শুরু হয়। সেখানেই ব্যাটের গুণাগুণ বিশ্লেষণ করতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন দীনেশ কার্তিক এমনটাই অভিযোগ উঠেছে। কার্তিক বলেছেন,”বেশিরভাগ ব্যাটসম্যানই নিজের ব্যাট পছন্দ করে না। তাঁদের সব সময় অন্যের ব্যাট ভাল লাগে। ভাল ব্যাট হল পড়শির স্ত্রী-র মতো। তাদের সব সময় ভাল লাগে।”
বিরক্ত ভক্তরা কার্তিককে তার সেক্সিস্ট মন্তব্যের জন্য তুলোধোনা করে।
Dinesh Karthik clearly not keen to have his Sky contract renewed … pic.twitter.com/SYbEKH0Sae
— Jason Mellor (@jmelloruk1) July 1, 2021
@DineshKarthik Love your commentary and insights, but “batsmen prefer others’ bats, its like neighbours’ wives, they always feel better” was not cool at all.
— Avi Seth (@UnSethled) July 1, 2021
Hello @DineshKarthik that neighbour’s wife comparison yesterday on mic was absolute cringe. Expected better of you King.
— Sunny (@ewyikesed) July 2, 2021
why is everyone hailing Dinesh Karthik as a great commentator for his sexist and cringe comment comparing a married woman to a bat wtf is wrong with people????
— arundhati (@uwuzuumaki) July 2, 2021
