
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির আউট হওয়ার ধরন মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকার দিতে গিয়ে কার্যত সেটা মাইক্রোফোনে বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন এই কিংবদন্তি। বিরাট কোহলির ব্যর্থতা যেন তাকে তিলে তিলে বিদ্ধ করছে। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেও বিরাট কোহলির জন্য রীতিমতো হতাশা প্রকাশ করেছিলেন সুনীল গাভাস্কার।
গতকাল বিরাট কোহলি ৪ বলে ৮ রান করে আলজারি জোসেফের বলে ফিরে যান প্যাভিলিয়নে। দুটি চার মারার পর কোহলি যে ভঙ্গিমায় আউট হয়েছেন, সেটা মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কার। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির ব্যর্থতা টেনে এনে বলেন,”বিরাট কোহলিকে শর্ট বল খেলার অভ্যাস তৈরি করতে হবে। সাথে সাথে শর্ট বল ছাড়ার কৌশল রপ্ত করতে হবে তাকে। কারণ, শর্ট বলে যে কোন ব্যাটসম্যান নিজের ব্যাটিং কন্ট্রোল হারিয়ে ফেলে। বল কখনো কখনো একটু বেশিই লাফায়। গতির হেরফের হয়। এবার বিরাট কোহলির সাথে সেটাই হয়েছে। আমার বিশ্বাস বাকি ম্যাচগুলোতেও কোহলিকে এমন শর্ট বলের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকে মনে মনে প্রস্তুত হতে হবে কোহলিকে।”
বিগত দুই বছরের বেশি সময় ধরে শতরানের ইনিংস নেই বিরাট কোহলির ব্যাট থেকে। যদিও অর্ধশত রানের একাধিক ইনিংস এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। তবে তার পরেও সন্তুষ্ট নন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাটের ব্যাট থেকে লম্বা ইনিংস দেখার জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে শূন্যতার চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘরে তোলাই এখন বিরাট রোহিতদের মূল লক্ষ্য। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম ম্যাচে জয় এবং ভারতের ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক ম্যাচে দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেটে এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে।
