Connect with us

Cric Gossip

Dwayne Bravo: “পুষ্পার” চরিত্রে সোশ্যাল মিডিয়া কাপালেন ডোয়েন ব্র্যাভো! রইল ভিডিও

Advertisement

বর্তমানে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন অভিনীত “পুষ্পার” জরে জড়জড়িত গোটা ভারত বর্ষ। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় দক্ষিণের সিনেমা ‘পুষ্পা দ্য রাইস’। সাধারণ নেট প্রেমীরা যেমন আল্লু অর্জুনের ডান্স স্টেপ কিংবা ডায়লগে মুখ মিলিয়েছেন তেমন ক্রিকেট জগতে একাধিক নক্ষত্র আল্লু অর্জুনের ভূমিকায় সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। ইতিপূর্বে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়না পুষ্পার চরিত্রে অভিনয় করেছেন। সাথে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ডেভিড ওয়ার্নারও।

প্রকৃতির সংস্পর্শে এসে এই তালিকায় নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডোয়েন ব্র্যাভো। আর সেখানেই উইকেট নিয়ে উন্মত্ত সেলিব্রেশন করলেন তিনি। আল্লু অর্জুনের মত অঙ্গভঙ্গি করে রীতিমতো ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

গত ১৭ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে দক্ষিনের এই সিনেমাটি। করোনা মহামারীর মধ্যে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইস’ সিনেমাটি ইতিমধ্যে ৩০০ কোটির ব্যবসা করেছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে নতুন এই দক্ষিণী সিনেমা। সাথে ডোয়েন ব্র্যাভোর নতুন লুক খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের। মুহুর্তের মধ্যে ছবিতে হাজার হাজার লাইক দিয়েছেন নেট প্রেমীরা।


বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফর্চুন বরিশালের হয়ে মাঠে নামছেন ডোয়েন ব্র্যাভো। গতকাল ফর্চুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ার মধ্যে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন ব্রাভো। আর সেই ম্যাচে ফর্চুন বরিশালের হয়ে তিনটি উইকেট নেন ব্র্যাভো। তবে কুমিল্লা ভিক্টরিয়ার বিরুদ্ধে জিততে পারেনি তাঁর দল। ৬৩ রানে হারতে হয় বরিশালকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্র্যাভো। তবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে চলেছেন তিনি।

Advertisement

#Trending

More in Cric Gossip