
বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের দ্বিতীয় ম্যাচে আজ টাউন ক্লাব ১৪ রানে হারাল ইস্টবেঙ্গল কে। এই জয়ের ফলে তারা যেমন পরপর দুটো ম্যাচ জিতল, অন্যদিকে এই হারের ফলে পরপর দুটো ম্যাচে হেরে বসল অর্ণব নন্দীর ইস্টবেঙ্গল।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪২/৭ করে টাউন ক্লাব। ওপেনিংয়ে নেমে সুদীপ ঘরামি ৪২ বলে ৩৫ রান করেন। তিন নম্বরে নেমে পূরব যোশীর সংগ্রহ ২৯ বলে ২৫ রান। তবে আসল খেল দেখালেন সাত নম্বরে নাম গীতিময় বসু। তার ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসেই ১৪২ রানের লড়াকু একটা ইনিংস গড়ে টাউন ক্লাব। ইস্টবেঙ্গলের আকাশ পান্ডে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।
১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ১২৮/৮ এর বেশি করতে পারেনি ইস্টবেঙ্গল। একমাত্র লড়াই করলেন অধিনায়ক অর্ণব নন্দী। ৩৮ বলে ৫৫ রান এল ক্যাপ্টেনের ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেন রণজ্যোৎ সিং খাইরা। ২১ বলে ১৬রান করেন অভিজিৎ ভগৎ। আগের ম্যাচে ঝোড়ো অর্ধশতরান করে টাউন ক্লাবকে জেতানো মহম্মদ কাইফ এদিন বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট অনন্ত সাহা। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন আজাজ আনসারী।
ম্যাচ জিতে গীতিময় জানান,”দুই ম্যাচে দুটি জয়, খুবই ভাল লাগছে।” তবে পরপর দুটোতে হেরেও হতাশ নন ইস্টবেঙ্গলের অধিনায়ক অর্ণব নন্দী। তিনি বলেন,”কোনো চাপ নেই, ইস্টবেঙ্গল ঠিক ঘুরে দাঁড়াবেই।”
