
করোনা মহামারীর মধ্যে খুশির সংবাদ এসে হাজির হলো কলকাতাবাসীর নিকট। বহুদিন পর ক্রিকেটের নন্দনকানন তথা ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে পুরো একটি সিরিজের। চলতি মাসেই ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ৬ তারিখে প্রথম ওডিআই ম্যাচ খেলবে ভারত ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড খেলার ভেন্যু এবং সময় নির্ধারণ করেছিল। তবে করোনা পরিস্থিতির বিবেচনা করে পুরনো সূচি অনুযায়ী খেলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের উচ্চ আধিকারিকরা।
সূচীর পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, ওডিআই সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাটে নরেন্দ্র মোদির স্টেডিয়ামে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ওডিআই সিরিজ শেষ হওয়ার পর কলকাতার নন্দন কাননে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করতে চলেছেন টি-টোয়েন্টি সিরিজ। করোনা পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বজায় রাখতে খেলাগুলি দুটি স্টুডিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইডেনে ৭৫ শতাংশ দর্শক প্রবেশ করতে কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অভিষেক বলেছেন, “রাজ্যজুড়ে খেলাধুলো ফের চালু করা এবং স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের ক্রীড়াবিদদের কাছে এই ঘোষণা সুসংবাদ নিয়ে এল।” তবে কলকাতার নন্দন কাননে বসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে হলে অবশ্যই করোনার ডবল ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট কাছে রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকশূন্য ভাবে সিরিজ আয়োজন করবে কর্তৃপক্ষ। সেখানে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি প্রদান করেনি স্থানীয় সরকার।
