Connect with us

Cricket News

ভারতের বিরুদ্ধে ১৪ জন সদস্যের ওয়ানডে দল ঘোষণা করলো ইংল্যান্ড

  • by

Advertisement

ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে তাদের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজ দিয়েই ভারতে ইংল্যান্ডের সফর শেষ হবে যা ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টেস্ট ও পরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জয় পায় যা শনিবার (২০ মার্চ) শেষ হয়।

টেস্টের মতো ইংল্যান্ড একটি জয় সঙ্গে টি২০ সিরিজ শুরু করে কিন্তু এটিও জিততে ব্যর্থ হয়। প্রথম তিনটি ম্যাচের দুটিতে পরাজয়ের পর ভারত আহমেদাবাদে সিরিজ ৩-২ তে জিতেছে। উভয় দলই এখন ওয়ানডেতে এর বিরুদ্ধে লড়াই করবে। সিরিজ পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম খেলা মঙ্গলবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড – কারা অনুপস্থিত?

ইংল্যান্ড ওয়ানডে সিরিজে তাদের পেস অধিনায়ক জোফ্রা আর্চারকে বিশ্রাম দেওয়া হবে। তারা তাদের তারকা ব্যাটসম্যান এবং টেস্ট অধিনায়ক জো রুটেরও সেবা মিস করবে। টি২০ তে কনুইয়ের চোটের কারণে আর্চার এই সিরিজ মিস করবেন, অন্যদিকে রুট কে পাওয়া যাবে না যেহেতু তিনি বিশ্রামের জন্য টেস্ট শেষে বাড়ি ফিরেছেন। ইসিবি বলেছে যে ‘আর্চার তার ডান কনুইয়ের আঘাতের কারণে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন।’ বোর্ড আরও নিশ্চিত করেছে যে এই পেসার এ বছরের আইপিএলের শুরুটা মিস করবেন।

আরেকটি পরিবর্তনে, লেগ স্পিনার ম্যাট পারকিনসন এক বছর পর প্রত্যাবর্তন করতে চলেছেন। ২০২০ এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অভিষেক সিরিজের দুটি ম্যাচ খেলার পর থেকে তিনি একটিও ওয়ানডে খেলেননি। এছাড়া লিয়াম লিভিংস্টোন এবং রিস টপলিকে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে। তাঁরা ইংল্যান্ডের টি২০ স্কোয়াডের অংশ ছিলেন কিন্তু কোন ম্যাচ খেলেননি। প্রধান স্কোয়াডে ১৪ জন খেলোয়াড়ের নামকরণ ছাড়াও, ইংল্যান্ড কভার হিসেবে জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালান- তিনজন অতিরিক্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এই ত্রয়ী সদ্য সমাপ্ত সিরিজের ইংল্যান্ড টি২০ স্কোয়াডের সাথে ছিলেন।

ইংল্যান্ডের সম্পূর্ণ ওয়ানডে স্কোয়াডঃ ইওইন মর্গান, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড, রিস টপলি।

কভারঃ জ্যাক বল, ক্রিস জর্ডান, ডেভিড মালান।

Advertisement

#Trending

More in Cricket News