Connect with us

Cricket News

KL Rahul: অসভ্যতার চরম সীমানা পার করলো ইংল্যান্ড, মাঠের মধ্যেই আক্রান্ত হলেন কে এল রাহুল

Advertisement

যারা পৃথিবীতে সভ্য হওয়ার শিক্ষা দেয় সেই ইংরেজরা গতকালের ম্যাচে অসভ্যতার চরম সীমানা পার করলো। অস্ট্রেলিয়া সফরে আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বর্ণবিদ্বেষ নিয়ে হাসিঠাট্টা করেছিলেন অস্ট্রেলিয়ান অধিবাসীরা। আর এবার আক্রান্ত হলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। ক্যামেরায় ধরা পরল সেই ঘটনা। বর্তমানে ভারতীয় দল ৫টি টেস্ট ম্যাচ কে কেন্দ্র করে ইংল্যান্ডে অবস্থান করছে। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলতি মাসের ১২ তারিখ থেকে লর্ডসের স্টেডিয়ামে শুরু হয়েছে। এমনকি টসে হেরে ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করেছে।

কালকের তৃতীয় দিনের খেলা ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাটিং করছিল। খেলার শেষ অংশের দিকে এসে কে এল রাহুল এর উপর আক্রমন শুরু করেন ইংরেজি বাহিনী। মাঠের যেখানে কে এল রাহুল দাঁড়িয়ে ছিলেন সেখানে লক্ষ্য করে ছোঁড়া হল কোল্ড ড্রিংক্সের ক্যান। মোহাম্মদ সামির ওভারের চতুর্থ বলের পরেই কে এল রাহুল কে উদ্দেশ্য করে ছুড়তে থাকে শ্যাম্পেন কর্ক। সেই সময় ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করছিলেন অধিনায়ক জো রুট এবং জনি বেয়ারস্টো। কে এল রাহুল তখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন।

এই ঘটনা দেখতে পেয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সাথে সাথে ছুটে যান কেএল রাহুলের কাছে। অভিযোগ জানান আম্পিয়ারের সাথে। বিরাট কোহলি কে এল রাহুল কে নির্দেশ দেন শ্যাম্পেনের কর্ক গুলিকে পুনরায় গ্যালারিতে ছুঁড়ে দিতে। যার ফলশ্রুতিতে প্রতিদ্বন্দিতা আরও বাড়তে থাকে। বাধ্য হয়ে ম্যাচ আম্পিয়ার মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থকে বিষয়টি সরাসরি জানান। তারপরেই ক্ষান্ত হয় ইংরেজ বাহিনী। গতকাল ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে। অধিনায়ক জো রুট অপরাজিত ১৮০ রান করেন।

Advertisement

#Trending

More in Cricket News