Connect with us

Cricket News

দুর্ধর্ষ বোলিং-এর সামনে আবার মুখ থুবড়ে পড়লো ইংল্যান্ড, মাত্র ১১২ রানে ধরাশায়ী গোটা দল

  • by

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড দিন-রাত টেস্ট শুরু আজ থেকে। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ভারতের দুর্ধর্ষ বোলিং এর সামনে আবার মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১১২ রানে অল আউট বিপক্ষ দল। ইংল্যান্ডের জ্যাক ক্রলি একমাত্র অর্ধশতরান করতে সক্ষম হন। অন্য কোনো ব্যাটসম্যান ২০ র উপর রান তুলতে পারেননি। মাত্র ৪৮.২ ওভারে গুটিয়ে যায় পুরো ইংরেজ বাহিনী।

অন্যদিকে ভারতীয় প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। ইশান্ত শর্মা ইংল্যান্ডের ওপেনার ডমিনিক সিবলির উইকেট নেন। আক্সার প্যাটেল অবিশ্বাস্যভাবে ৬ টি উইকেট তোলেন। তাঁর সামনেই অর্ধেক ইংরেজ বাহিনী কুপকাত। অশ্বিন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ৩ টি উইকেট নেন। অন্যদিকে বুমরাহ কোনো উইকেট পাননি। যাইহোক, ভারতের কাছে ১১২ রানের টার্গেট ছোঁয়া তেমন বড় ব্যাপার নয়। তবে আগে থাকতে কিছুই বলা চলে না, যে কোনো সময়ে খেলা যে কোনো মোর নিতে পারে।

ভারত বনাম ইংল্যান্ডের স্কোর বর্তমানে ১-১। দুই দলই একটি একটি করে ম্যাচ জিতে বসে আছে। ফলে এই টেস্ট জারা জিতবে, তারা সিরিজ জয়ের দিকে এক কদম এগিয়ে যাবে। তবে শেষ অবধি জয়ের হাসি কে হাসবে তাঁর উত্তর দেবে সময়। ১৯৮৩ সালে ভারতীয় দল প্রথম আহমেদাবাদের এই সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল। তারপর থেকে ওই স্টেডিয়ামে মোট ১২ টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৪ টি জয়,২ টি পরাজয় এবং ৬ টি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। অন্যদিকে এই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২ বার টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০০১ সালে এই দুইদলের মধ্যেকার ম্যাচটি অমীমাংসিত শেষ হয়। ২০১২ সালে ভারত ইংল্যান্ডকে হারায় এই মাঠে। সেদিক থেকে দেখতে গেলে এই বছর একধাপ আগে রয়েছে টিম ইন্ডিয়া।

Advertisement

#Trending

More in Cricket News