Connect with us

Cricket News

IND Vs RSA: ‘কাটা ঘায়ে নুনের ছিটে’, ৩-০তে সিরিজ হারার পরেও এই কারণে ম্যাচের ৪০% জরিমানা করা হলো ভারতীয় দলকে!!

Advertisement

প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তারকা সজ্জিত ভারতীয় দল ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছে। বিষয়টি শক্তিশালী ভারতীয় দলের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত নিজেদের সর্বোচ্চ শক্তিশালী দল নিয়ে লড়াই করেছে। অথচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে এবং ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে বিরাট-রাহুলদের। তবে তার ওপরে আবার নুনের ছিটা দিলেন অনফিল্ড আম্পায়ার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারনে ম্যাচের ৪০ শতাংশ জরিমানা করা হলো বিরাট-রাহুলদের। সূত্রের খবর, নির্ধারিত সময় ছাড়াও ২ ওভার অতিরিক্ত সময় ব্যবহার করে ফেলেছিল ভারতীয় দল। আইসিসি-র এলিট প্যানেলের ম্যাচ আম্পায়ার অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) জানিয়েছেন যে, রাহুলের দলের জন্য বেঁধে দেওয়া সময়ে ২ ওভার কম বল করেছিল ভারতীয় বোলাররা। আর তার কারণে আইসিসি-র ২.২২ ধারায় এই অপরাধের জন্য ন্যূনতম শাস্তিই ভোগ করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এর জন্য ওভারপিছু ভারতীয় দলকে ম্যাচের কুড়ি শতাংশ জরিমানা করা হয়েছে। ২ ওভার অতিরিক্ত সময় ব্যবহার করার কারণে মোট ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ভারতীয় দলকে।

তবে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। এমনকি সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোকপাত করেননি তিনি। একদিনের সিরিজের প্রথম দুটটি ম্যাচের মতো শেষ ম্যাচেও চাপের মুখে মিডল অর্ডারে ভাঙন ধরেছিল টিম ইন্ডিয়ার। তাই ২৮৮ রান তাড়া করতে গিয়ে ২৮৩ রানেই থেমে গিয়েছিল ভারতকে। ফলে মাত্র ৪ রানে হেরেই ম্যাচ ও সিরিজ দুই খোয়ায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অলরাউন্ডার দীপক চাহারের লড়াই ছিল দেখার মতো। একা লড়াই করে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন দীপক চাহার। তবে মিডল অর্ডারের ব্যর্থতা ভারতকে পুরো সিরিজে পিছুটান দিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News