
অল্পের জন্য শতক মিস করলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল ভারত। যেখানে ভারতের প্রথম সারির ক্রিকেটাররা যুদ্ধ ক্ষেত্র ছেড়ে একে একে ফিরছিলেন সাজঘরে সেখানে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ মাঠে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন শ্রীলংকার বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে লাকমালের বলে উইকেট হারান ঋষভ পন্থ। মাত্র ৪ রানের জন্য ব্যক্তিগত শতক থেকে বঞ্চিত হন ঋষভ পন্থ।
আজ আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন রান মেশিন বিরাট কোহলি। শততম টেস্ট ম্যাচেও শতরানের ইনিংসের দেখা পেলেন না বিরাট কোহলি। শততম টেস্টে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে আবারো ব্যর্থ হয়েছেন কোহলি। প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে ফিরতে হয়েছে সাজঘরে। অন্যদিকে হনুমা বিহারি ৫৮ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ার দলের খাতায় যুক্ত করেছেন আরো ২৭ রান।
ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলের জন্য তার যোগদান মাত্র ২৯। বর্তমানে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৪৫ এবং রবীচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত ১০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের খেলা শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করেছে। দলের হয়ে একাই লড়ে যাওয়া ঋষভ পন্থকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিং করতে নামবে টিম ইন্ডিয়া।
