Connect with us

Cricket News

আইপিএলে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু বিগ ব্যাশ লিগে ঝড় তুলছেন গ্লেন ম্যাক্সওয়েল

Advertisement

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা একদমই ভাল যায়নি অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার (allrounder) গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। ব্যাট হাতে কোনো ম্যাচে ভাল খেলতে পারেননি। তার থেকেও বড় কথা একটাও ছয় মারতে পারেননি তিনি।

তবে আইপিএল পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ‍ও টি-২০ সিরিজে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। এবার বিগ ব্যাশ লিগে বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন।

চলতি বিগ ব্যাশে ১৫৬.৬০ স্ট্রাইক রেটে রান করছেন ম্যাক্সওয়েল। ৫ ইনিংসে ২৪৯ রান নিয়ে এবারের আসরের সেরা সংগ্রাহক এখন তিনিই। ৬২.২৫ গড়ে রান তোলা ম্যাক্সওয়েল ওভারবাউন্ডারি মেরেছেন ১৪ টি। ছক্কায় তার নিকটতম প্রতিদ্বন্দী শন মার্শ। মাত্র ৮টি ছক্কা মেরেছেন মার্শ।

তবে তার ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল হলেও তার দল মেলবোর্ন স্টার্সের পারফর্মেন্স এবার ততোটা উজ্জ্বল নয়। কয়েকটি ম্যাচে নাটকীয়ভাবে হেরেছে তারা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যাক্সওয়েলের দল। সমসংখ্যক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিডনি থান্ডার্স।

Advertisement

#Trending

More in Cricket News