
প্রথম দিন খেলা ভেস্তে যাওয়ার পর ২য় দিন সাউদাম্পটনের এজিয়াস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাটিংইয়ে নামে ভারত। ৬৪.৪ ওভারে ২য় দিনের খেলার পরিসমাপ্তি হয়। ২য় দিনের শেষে ভারত তিন উইকেটে ১৪৬ রান করে। টেস্ট ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনটি ভারতের পক্ষে ভাল যায়নি। তৃতীয় দিনের প্রথম সেশনেই অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ উইকেট হারাতে থাকেন। ঋষভ পন্থ নিজেকে মেলে ধরতে চরম ব্যর্থ হন। ২২ বলে ৪ রান করে ক্যাচ আউট হন তিনি। এর পরে, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করেন।
In Every ICC important matches
Pant be like :#WTCFinal21 pic.twitter.com/tp1W2wIuis— Yash 🎋 (@i_m_yash__) June 20, 2021
Rishabh pant after spending 15 minutes on ground pic.twitter.com/rOc7rWrwfG
— Super Saiyan (@iam_kakarot69) June 20, 2021
First Virat Kohli gets out & Now, Rishabh Pant.
Le Virat Kohli: #INDvNZ | #WTCFinal21 pic.twitter.com/uhUwlwEN5y
— UrMiL07™ (@urmilpatel30) June 20, 2021
Series of Event :
Spiderman Came. Spiderman Goes#RishabhPant#INDvNZ #WTC2021 pic.twitter.com/re8RuaeQOH— T👑 (@Its_tanvi_) June 20, 2021
ষভ পন্থ ৭৩.৪ ওভারে কাইল জেমিসনের বলে টম ল্যাথামকে ক্যাচ দিয়েছিলেন। পন্থ কেবল একটি চার মারতে সক্ষম হন। এভাবেই উইকেট টুইটারে পন্থকে আক্রমণ করা হয়।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমনের সামনে থেকে নেতৃত্ব দেন কাইল জেমিসন। রোহিত, বিরাট, পন্থের মতো বড় উইকেটগুলি তিনি নেন। ২২ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট পান। টিম সাউদি তোলেন ১টি উইকেট। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম ৭০ রানের জুটি গড়েন। অশ্বিন ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন। ৩০ রানের মাথায় বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টম ল্যাথাম। ডেভন কনওয়ে ৫৪ রান করেন। ইশান্ত শর্মার বলে ক্যাচ আউট হন তিনি। তৃতীয় দিনের শেষে ১২ রানে নট-আউট থাকেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের স্কোর ১০১/২।
