
যে দেশে একসময় বোমার শব্দে মানুষের ঘুম ভাঙত সেখানে এখন মানুষের ঘুম ভাঙে কাঠের আওয়াজে। কারণ আফগানিস্তান থেকে উঠে আসছে অনেক ক্রিকেটার। যাদের মধ্যে কেউ কেউ আবার বিশ্ব ক্রিকেটের পরিচিত নাম। রাশিদ খান, মহম্মদ নবীরা এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। এছাড়া আরও নতুন মুখ উঠে আসছেন। যেমন নূর আহমেদ। মাত্র ১৫ বছর বয়সী এই আফগান চায়নাম্যান স্পিনারকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। এবারের বিগ ব্যাশ লিগে তাকে পারফর্ম করতে দেখা যাবে।
Morning all. We take it you've heard the news? 😉 #GETONRED pic.twitter.com/PFTZzWJhEI
— Melbourne Renegades (@RenegadesBBL) October 29, 2020
২০০৫ সালে কাবুলে জন্ম নেন নূর। আফগানদের ঘরোয়া ক্রিকেটে ১টি প্রথম শ্রেণীর ম্যাচ, দুটি লিস্ট ‘এ’ ও ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ২৫টি উইকেট নিয়েছেন নূর। বাঁহাতি নূর ছিলেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য। এই স্পিনার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে ১৫টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বিগ ব্যাশে নূরের সঙ্গে একই দলের হয়ে খেলবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। নূরকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ফ্র্যাঞ্চাইজিটি। তারা নূরের বোলিং রহস্য দিয়েই বাজিমাত করতে চায়। রেনেগেডসের প্রধান কোচ মাইকেল ক্লিনজার নূর আহমেদকে নিয়ে বলেন, ‘গত এক বছর ধরে আমরা নূরকে নজরে রেখেছি। তাকে খুব বেশি মানুষ দেখেনি। আমার মনে হয়, এটা আমাদের বড় সুবিধা হবে।’
