Connect with us

Cricket News

PSL 2022: লাহোরে বোমা বিস্ফোরণের পর এবার স্টেডিয়ামে আগুন! শুরুর আগেই বন্ধের উপক্রম পাকিস্তান সুপার লিগ

Advertisement

চলতি মাসের ২০ তারিখে পাকিস্তানের জমজমাট শহর লাহোরে বোমা বিস্ফোরণের ক্ষত শুকাতে না শুকাতেই আরো একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো ক্রিকেট পাকিস্তান। জানা গেছে, লাহোর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল গভীর রাত্রে অগ্নিসংযোগ ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে টুর্নামেন্ট ছাড়া হয়েছেন। তার ওপর লাহোরে বোমা বিস্ফোরণ, আর এবার ন্যাশনাল স্টেডিয়ামে অগ্নিসংযোগ। যেন কাটার ওপর বিষফোঁড়া।

এমনিতেই জঙ্গি হামলার ভয়ে বিগত দুই দশক ধরে বিশ্বের বেশিরভাগ দেশ পাকিস্তান সফর থেকে নিজেদের বিরত রেখেছে। যদিও সম্প্রতি দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর সমস্ত রকম চেষ্টা করছে ক্রিকেট পাকিস্তান। তবে গত বছরের শেষে নিউজিল্যান্ডের প্রত্যাবর্তন এবং ইংল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত করা বিষয়টি আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে রীতিমতো কাটগড়া তুলেছে। সূত্রের খবর, পাকিস্তান সুপার লিগ শেষে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে আসার কথা। তবে সেই সফর স্থগিত হতে পারে বলে সূত্রের খবর।

অগ্নিসংযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ক্রিকেট পাকিস্তান এর তরফ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বলয় সৃষ্টি করতে চারতলা থেকে কমেন্ট্রি বক্স সরিয়ে নিচের তলায় স্থাপন করা হচ্ছিল। আর সেই কাজে শর্ট সার্কিট হয়ে স্টেডিয়ামে আগুন লেগে যায়। ক্রিকেট পাকিস্তানের তরফ থেকে এও বলা হয়েছে, সর্বদা একটি অগ্নি নিরোধক গাড়ি রাখা হয়েছে স্টেডিয়ামে। ক্রিকেটারদের সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে পাকিস্তানের সম্প্রতি একের পর এক জঙ্গি হামলা বিশ্ব ক্রিকেটে একাধিক প্রশ্নের সৃষ্টি করেছে। পাকিস্তান সুপার লিগে খেলতে আসা বিদেশী ক্রিকেটারদের সুরক্ষা দিতে সে দেশের সরকার বদ্ধপরিকর এমনটাই জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে।


লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পিএসএল-এর মোট ১৯টি ম্যাচ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে দু’টি সেমি ফাইনাল এবং ফাইনাল। ১০ থেকে ২৭ ফেব্রুয়ারি এই ম্যাচগুলি হওয়ার কথা। তার আগে বৃহস্পতিবার থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি ম্যাচ হওয়ার কথা করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

Advertisement

#Trending

More in Cricket News