Connect with us

Cricket News

IND vs ENG : টেস্ট ম্যাচের প্রথম দিনেই তৈরি হল ১১ টি নজিরবিহীন রেকর্ড, এই ক্রিকেটার করল রেকর্ড বৃষ্টি

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট মাচের প্রথম দিনের খেলার পরিসমাপ্তি ঘটেছে। তিন উইকেট পতনের পরে ইংল্যান্ডের স্কোর ২৬৩। ৬৩ রানে ইংল্যান্ড দুই উইকেট হারিয়েছিল।এই সময়ে ভারতীয় বোলারদের সামনে টিকে থেকে ওপেনার ডম সিবিলির সঙ্গে একটি বড় পার্টনারশিপ তৈরি করেন রুট। এই টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ১২৮ রানে অপরাজিত রুট টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলেরদের বোলিং এর গতিবিধি কবজা করে নিয়েছেন। অন্যদিকে ভারতীয় বোলিং স্কোয়াডের পেস বোলার বুমরাহ ৪০ রানে ২ টি উইকেট তুলেছেন ও স্পিনার আশ্বিন ৬৮ রানে ১ টি উইকেট নিয়েছেন। যাইহোক মাচের প্রথম দিনেই দুই দলের খেলোয়াড় বেশ কিছু নজিরবিহীন রেকর্ড গড়েছেন।

সূত্রানুযায়ী আজকের ম্যাচে মোট ১১ টি রেকর্ড তৈরি হয়েছে। একনজরে দেখে নিন সেগুলোঃ

১. ইংল্যান্ড অধিনায়ক জো রুট শুক্রবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে তার ২০ তম টেস্ট সেঞ্চুরি করলেন ।
২. তৃতীয় ইংরেজ খেলোয়াড় হিসেবে শততম টেস্টে শতরান করে কিংবদন্তি ব্যাটসম্যানদের তালিকায় নাম লেখালেন তিনি।
৩. জো রুট ভারতের মোট ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সমস্ত ম্যাচগুলিতে তিনি কমবেশি এক ইনিংসে ৫০+ রান তুলেছেন।
৪. নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ রুট ভারতের মাটিতে নাগপুরে খেলেছিলেন। ৫০তম টেস্ট ম্যাচও তিনি ভারতের বিশাখাপট্টনমে খেলেছিলেন। এখন নিজের ১০০তম ম্যাচও তিনি ভারতের চেন্নাইতেই খেললেন।
৫. জাসপ্রিত বুমরাহ ভারতের বাইরে 17 টি টেস্ট খেলেছেন, তিনি এই প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমেছেন। টেস্ট কেরিয়ারের দীর্ঘ ৩ বছর পর তিনি ঘরের মাঠে খেলার সুযোগ পেলেন।
৬. ডম সিবিলি আজ চতুর্থ টেস্ট হাফসেঞ্চুরি করেন। নিজের টেস্ট কেরিয়ারে তিনি এখনও পর্যন্ত ২টি সেঞ্চুরিও করেছেন।
৭. ইংল্যান্ডের মোট তিনজন প্লেয়ার নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন। তাঁরা হলেন কলিন কোড্রে, অ্যালেক স্টুয়ার্ট, জো রুট।
৮. সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা বর্তমান খেলোয়াড়রা হলেন স্টিভ স্মিথ(২৭), বিরাট কোহলি(২৭), কেন উইলিয়ামসন (২৪), ডেভিড ওয়ার্নার(২৪), জো রুট(২০), রস টেলর(১৯)।
৯. ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা সর্বাধিক সেঞ্চুরি করেছেন তাঁরা হলেন – জো রুট(৮), অ্যালিস্টেয়ার কুক(৮), কেভিন পিটারসন (৭), গ্রাহাম গুচ(৬), ইয়ান বেল(৬)
১০. ইংল্যান্ডের অধিনায়কদের করা টেস্টে সর্বাধিক ৫০+ স্কোর – অ্যালিস্টেয়ার কুক ৩৬ টি,
জো রুট ৩১ টি, মাইক অ্যাথারটন ৩০ টি।
১১. বিদেশী খেলোয়াড় যারা এশিয়ায় পরপর তিনটি টেস্টে সেঞ্চুরি করেছেন
এভার্টন উইকস (১৯৪৮), গ্যারফিল্ড সোবার্স (১৯৫৮), কেন ব্যারিংটন (১৯৬১), ব্রায়ান লারা (২০০১-০৬), জ্যাক ক্যালিস (২০০৪-০৭), হাসিম আমলা (২০১০), অ্যালিস্টেয়ার কুক (২০১২্‌ জো রুট (২০২১)।

Advertisement

#Trending

More in Cricket News