
শ্রীলংকা সফরকে ঘিরে যেন উত্তেজনার শেষ নেই। ভারতের জুনিয়র ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করার জন্য। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখর ধাওয়ান এবং সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। প্রধান কোচ হিসেবে জুনিয়র টিম এর সাথে সেখানে আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। চলতি মাসের ১৮ তারিখের প্রথম একদিনের ম্যাচের ভারত ৭ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কাকে।। এরই মাঝে দ্বিতীয় ওডিআই এর জন্য প্রকাশিত হলো ভারতের টিমের সম্ভাব্য একাদশ।
শ্রীলঙ্কা সফরের পরে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন বিশ্বকাপের জন্য ক্রিকেটার নির্বাচন করবে। তাই শ্রীলঙ্কা সফর তরুণ ক্রিকেটারদের জন্য একটি অগ্নিপরীক্ষা। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ হতে চলেছে এরকম- শেখর ধাওয়ান, পৃথ্বী শ, সূর্য কুমার যাদব, মনিশ পান্ডে/ সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, নবদ্বীপ সাইনি এবং যুজবেন্দ্র চাহাল। তবে প্রথম একদিনের ম্যাচে মনিশ পান্ডে ব্যাগ থেকে রান না আসায় দলে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন।
পরবর্তী ভারতীয় প্রধান দলের কোচ হিসেবে কে নিয়োজিত হবে তারও পরীক্ষা হবে এই শ্রীলঙ্কা সফরে। রাহুল দ্রাবিড়ের সাফল্য অনুসারে পরবর্তীতে ভারতীয় প্রধান কোচ হিসেবে কাজ করতে পারেন তিনি। অন্যদিকে ভারতীয় সিনিয়র ক্রিকেট টিম ইংল্যান্ড সফরে আছে। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে ভারতীয় সিনিয়র টিম ৫টি টেস্ট ম্যাচ খেলায় অংশগ্রহণ করবে। তাই শ্রীলঙ্কা সফর এবং ইংল্যান্ড সফর ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় টিমের কোচদের জন্যও অগ্নিপরীক্ষা। শ্রীলঙ্কা সফরে ভারতীয় টিমের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে প্রথম অধিনায়কত্ব করছেন শেখর ধাওয়ান।
