Connect with us

Cricket News

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে পারেন এই ৫ বোলার

  • by

Advertisement

চলতি বছরের শেষের দিকে শুরু হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মরুভূমির দেশে লড়াই করবে পুরো পৃথিবী। ক্রিকেটপ্রেমীদের মনে হয় চরম উত্তেজনা। কারা ঘরে তুলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে পাঁচজন বোলার ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতে পারেন তারা হলেন-

১. সুনীল নারায়ন: ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি স্পিন বোলার মারমুখী ভঙ্গিমায় ব্যাট করতে পারেন। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স একাধিকবার তাকে মারমুখী ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে যে তিনি রান করবেন সেটা আর বলে দিতে হয় না।

২. রাশিদ খান: বর্তমান বিশ্বের সবচেয়ে সবচেয়ে আলোচিত স্পিনার বোলার হলেন রাশিদ খান। কিন্তু দলের প্রয়োজনে তিনি যে রান করতে পারেন তার প্রমাণ আইপিএলে বহুবার দিয়েছেন। তিনি কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ১০ বলে ৩৪ রান করেন। তাই এবার বিশ্বকাপে তিনি ও তালিকায় থাকছেন।

৩. ইসুরু উদানা: শ্রীলংকান এই বোলার মারমুখী ভঙ্গিমায় ব্যাট করে থাকেন। তিনি এবারের বিশ্বকাপে শ্রীলংকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন।

৪. হাসান আলি: পাকিস্তানের এই দুর্দান্ত বোলার ব্যাট হাতে একাধিকবার পাকিস্তানের হয়ে রান বানিয়েছেন। তার ব্যক্তিগত সর্বাধিক রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ বলে ৩২।

৫. টিম সাউদি: টিম সাউদি তার দলের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্বিতীয়তম সর্বাধিক ৬ হাঁকিয়েছেন। তিনি তার টেস্ট ক্যারিয়ারে ৭৫ টি ছয় মেরেছেন। তাই এবারের বিশ্বকাপে তার ব্যাট থেকে রান আসবে এটাই স্বাভাবিক।

Advertisement

#Trending

More in Cricket News