
মেলবোর্নের একটি বড় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমন গিল, পৃথ্বী শ,নভদীপ সাইনি এবং ঋষভ পন্থ। আর সেখানে ভালোবেসে তাদের বিল মিটিয়ে দিয়েছিলেন এক ক্রিকেটপ্রেমী নভলদীপ সিং। পাশাপাশি সেই ক্রিকেটারদের ছবি ও ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকে প্রবল ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। জৈব সুরক্ষা বলয়ের প্রোটোকল ভঙ্গ করেছেন এই পাঁচ ক্রিকেটার – এমনই অভিযোগ তুলেছেন অনেকেই। এই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন নেটিজেনরা। কেউ কেউ ক্রিকেটারদের এমন আচরণের কড়া নিন্দা করেছেন। আবার কেউ কেউ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। তারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন কড়া নির্দেশিকার তীব্র সমালোচনা করেছেন। সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে অনেকেই অভিযোগ তুলেছেন, এটি কিভাবে জোফ্রা আর্চারে প্রোটোকল ভঙ্গের ঘটনার সাথে মিল পায় না? কয়েক মাস আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জৈব সুরক্ষা বলয় ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন ইংরেজ তারকা পেসার জোফ্রা আর্চার। আর তার ফলে শাস্তিস্বরুপ তাকে আবারও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় এবং দ্বিতীয় টেস্ট মিস করেন।এদিকে আগের পরিস্থিতি থেকে কতটা পরিবর্তন হয়েছে এই পরিস্থিতি, তা দেখিয়েছেন এক নেটিজেন। শেষবার যখন পাকিস্তান অস্ট্রেলিয়া সফরে এসেছিল, তখন এক ট্যাক্সি ড্রাইভারের সাথে ছবি তুলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে। কিন্তু একইভাবে যখন এক জনৈক ক্রিকেটপ্রেমী ভারতীয় ক্রিকেটারদের বিল মেটালেন, তাতে উঠল সমালোচনার ঝড়।
An Indian cab driver treating some Pak cricketers to a meal in Brisbane was the most heartwarming story of last summer. Now an Indian fan does the same for some India players & they get placed in isolation. If you didn’t know, the world has changed in the last 12 months #AUSvIND pic.twitter.com/i0oVJrBeeh
— Bharat Sundaresan (@beastieboy07) January 2, 2021
সব মিলিয়ে, ২০২১ এর শুরুটা ভারতীয় দলের জন্য আনন্দের হল না। এখন দেখার ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে এরা মাঠে নামতে পারেন কী না।
