Connect with us

Cricket News

PAK Vs WI: পাকিস্তান সফরে এসে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ, করোনা আক্রান্ত দলের আরও পাঁচ সদস্য

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। নিউজিল্যান্ড এবং ভারতের মতো শক্তিশালী দেশকে হারিয়ে সেরা চারে প্রবেশ করেছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে বিশ্বকাপের সফর শেষ করতে হয় তাদের। বিশ্বকাপ অভিযান শেষ করে বাংলাদেশ সফরে গিয়ে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দীর্ঘ সমঝোতার পর ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানে। এই সফরকালে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু পাকিস্তান সফর যে কোন দলের জন্য সুখকর হয় না তা আরও একবার প্রমাণ মিলল এই সফরে। গত বৃহস্পতিবার পাকিস্তানের এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পাকিস্তানে অবতরণ হওয়ার পরপরই জানা গিয়েছে তিনজন ক্যারিবিয়ান ক্রিকেটার এবং একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের তরফে জানা গিয়েছে, রস্টন চেজ, শেলডন কটরেল এবং কাইল মায়ার্স করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও প্রত্যেকেই দু’টি টিকা নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত প্রত্যেক ক্রিকেটারকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একে অপরের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এই তিন জন ক্রিকেটারের অনুপস্থিতি পাকিস্তান সিরিজে গভীর প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছিল ক্যারিবিয়ান শিবির। এই তিনজন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু বিপদ যেন পিছুটান ছাড়ছেনা ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজের আরো পাঁচজন সদস্য আজ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জানা গিয়েছে, উইকেটকিপার শাই হোপ, বাঁ-হাতি স্পিনার অকিল হুসেন, অলরাউন্ডার জাস্টিন গ্রেভস, সহকারী কোচ রডি ইস্টউইক এবং দলের ফিজিশিয়ান ড. আকশাই মানসিং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এখন পাকিস্তান সফরকালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে কি না সেটা ঠিক করবে দু’দেশের ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান সফর যে যেকোন দলের জন্য অতি ভয়ঙ্কর সেটা আবারও প্রমাণিত হল।

Advertisement

#Trending

More in Cricket News