
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিবছর এই র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকায় থাকে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট প্লেয়ারদের নাম। প্রতি বিভাগ থেকে সেরা ১০ জন কে রাখা হয় এই তালিকায়। এই র্যাঙ্কিং-এ সেরা হওয়ার জন্য লড়াই করে থাকেন প্রত্যেকটা দেশের খেলোয়াড়। শীর্ষস্থান ধরে রাখার লড়াই চলে সারা বছর ধরে। এই লড়াইয়ে কখনোই জয়লাভ করতে পারেননি এমন পাঁচজন শ্রেষ্ঠ ব্যাটসম্যান হলেন-
৫. যুবরাজ সিং: ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং কখনো এই তালিকার শীর্ষে অবস্থান করতে পারেননি। তিনি ভারতের হয়ে একদিনের ম্যাচে ৩৬.৫৬ গড়ে ৮৭০১ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১১১টি। তবুও তিনি ICC অলরাউন্ডার র্যাঙ্কিং এ নিজের জায়গা করে নিতে পারেননি।
৪. মাহেলা জয়াবর্ধনে: শ্রীলংকান মাঠ কাপানো এই ব্যাটসম্যান কখনো আইসিসির ওডিআই তালিকায় শীর্ষস্থানে আসতে পারেননি। তিনি একদিনের ম্যাচে ৩৩.৩৮ গড়ে ১২৬৫০ রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ১৯ টি সেঞ্চুরি। তিনি ২০০৬ সালে ICC দ্বারা ‘ক্যাপ্টেন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
৩. কুমার সাঙ্গাকারা: এই তালিকায় আরও একজন শ্রীলঙ্কান ব্যাটসম্যান রয়েছেন। তিনি ২০১৫ সালে একটি বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। তিনি ৪১.৯৯ গড়ে ১৪২৩৪ রান করেন। তার ব্যক্তিগত ঝুড়িতে রয়েছে ২৫টি সেঞ্চুরি।
২. হার্সেল গিবস: এই তালিকায় রয়েছেন হাই হিটার এই ব্যাটসম্যানও। তিনি ২২৮টি একদিনের ম্যাচ খেলে ৩৫.৮১ গড়ে ৮০৯৪ রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি। হার্সেল গিবস এর ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৭৫.
১. রোহিত শর্মা: শুনলে অবাক হয়ে যাবেন এই তালিকাতে রয়েছেন ভারতের অন্যতম সেরা খেলোয়াড় রোহিত শর্মাও। তিনি ২২০টি একদিনের ম্যাচ খেলে ৪৮.৯৬ গড়ে রান ৯২০৫ করেছেন। তার ঝুলিতে রয়েছে ২৯টি সেঞ্চুরি। তিনিই একমাত্র প্লেয়ার যে একটি ওয়ার্ল্ড কাপে ৫টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৬৪.
