
বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর করেছেন একের পর এক রেকর্ড। বর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব পদ সামলাচ্ছেন বিরাট কোহলি। রয়েছেন আইসিসি প্রকাশিত তালিকার প্রথম দশে। বর্তমানে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত আছে। প্রাক্তন পাক ক্রিকেটার তার ইউটিউব চ্যানেলে বিরাট কোহলি এবং বাবর আজম কে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। তিনি বলেছেন, বিরাট কোহলির রেকর্ড ভাঙতে গেলে কি করতে হবে বাবর আজম কে।
তিনি তার কথোপকথনে বলেন, বিরাট কোহলি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৭০ টি সেঞ্চুরি করার রেকর্ড। বিরাট কোহলি যদি আরো পাঁচ বছর ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তবে আরো ৩০ টির বেশী সেঞ্চুরি করবেন। এমনকি পরবর্তী পাঁচ বছরে তার সেঞ্চুরি সংখ্যা ত্রিশের অধিক হতে পারে। বিরাট কোহলি তার ক্যারিয়ারে ১১০ থেকে ১২০ টি সেঞ্চুরি করলেও অবাক হওয়ার কিছু নেই। খুব শীঘ্রই বিরাট কোহলি ভাঙতে চলেছে শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড। বিরাট কোহলির সমপর্যায়ে যেতে গেলে বাবর আজমকে এখনো অনেক অধ্যবসায়ের প্রয়োজন।
বাবর আজম ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছেন। তার খেলার টেকনিক ও অনেকটাই বিরাট কোহলির মত। এজন্য অনেকেই তাকে বিরাট কোহলির সাথে তুলনা করে থাকেন। কিন্তু বিরাট কোহলির সমপর্যায়ে যেতে হলে বাবর কে আরো সময় দিতে হবে ক্রিকেট আঙিনায়। বিরাট কোহলির চেয়ে বাবর আজম ৭ বছরের ছোট। অর্থাৎ বাবর আজমের সামনে ১০ বছর খেলার সুযোগ আছে। তাই বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড পার করতে হলে তাকে ধারাবাহিকভাবে রান করতে হবে সব ম্যাচই। বিরাট কোহলির অবসরের পরেও তার সামনে কিছু বছর খেলার সুযোগ অবশ্যই থাকবে। যদি বাবর আজম সেই সুযোগটি কাজে লাগাতে পারে তবে অনেকটাই বিরাট কোহলির নিকটে পৌঁছাবেন তিনি।
