Connect with us

Cricket News

এই একজন ব্যক্তির কারণে সৌরভ ও দ্রাবিড়ের সম্পর্ক খারাপ হয়েছিল

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর রাহুল দ্রাবিড়ের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব ছিল। কিন্তু একজনের কারণে এই বন্ধুত্বে ফাটল ধরে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ছিল।

রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটেই শুধু নয় বরং বিশ্ব ক্রিকেটের অন্যতম ভদ্র খেলোয়াড় হিসাবে গণ্য হতেন। মাঠে এবং মাঠের বাইরে কখনো রাগতে দেখা যায়নি তাকে। কিন্তু তার বিশেষ বন্ধু সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সম্পর্ক ভাঙন দেখা গিয়েছিল। যদিও আজ রাহুল দাবিড় আর সৌরভ গাঙ্গুলী দুজনেই নিজেদের সেই বন্ধুত্বকেই এগিয়ে নিয়ে চলেছেন, কিন্তু তাদের ক্রিকেট কেরিয়ার চলাকালীন এই দুই বন্ধুর মধ্যে ভাঙন এক বিদেশী ব্যক্তির কারণে চলে এসেছিল। তিনি হলেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।

এই বিষয়টি প্রায় ১৫ বছর আগে যখন ভারতীয় দলের অধিনায়কের পদে ছিলেন সৌরভ গাঙ্গুলী। তখন ২০০৫-০৬ এ গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করা হয়। এরপর গ্রেগ চ্যাপেল আর সৌরভ গাঙ্গুলীর মধ্যে বিতর্ক তৈরি হয়ে যায়। আর সেই বিতর্কের কারণেই গাঙ্গুলীকে নিজের নেতৃত্ব হারাতে হয় আর রাহুল দ্রাবিড় দলের অধিনায়কত্ব পান।

অধিনায়ক হিসেবে ভারতকে সফলতা এনে দেওয়া সৌরভ গাঙ্গুলীকে গ্রেগ চ্যাপেল অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন আর রাহুল দ্রাবিড়কে অধিনায়ক করে দেন। রাহুল দ্রাবিড় অধিনায়ক হওয়ার পর কোথাও না কোথাও এই দুজন তারকার বন্ধুত্ব ভাঙন অবশ্যই দেখা দিয়েছিল। যদিও কখনও এটা স্পষ্টভাবে বলা হয়নি যে গাঙ্গুলী আর রাহুলের সম্পর্ক খারাপ হয়েছে। গ্রেগ চ্যাপেল আর সৌরভ গাঙ্গুলীর বিতর্ক ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলির একটি মনে করা হয়। যেখানে গ্রেগ চ্যাপেল কোচ হওয়ার পর নিজের কার্যকালে যথেষ্ট বেশি বিতর্কে থেকেছেন। গ্রেগ চ্যাপেল না শুধু গাঙ্গুলী-দ্রাবিড়ের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেন, সেই সঙ্গে শচীন তেন্ডুলকরের সঙ্গে গাঙ্গুলীর সম্পর্ককেও খারাপ করার চেষ্টা করেন। গ্রেগ চ্যাপেলের সময় ভারতীয় ক্রিকেট একটা বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছিল।

Advertisement

#Trending

More in Cricket News