Connect with us

Cricket News

Wasim Akram: বর্ষসেরা ক্রিকেটার বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম!

Advertisement

২০২১ সাল প্রায় সমাপ্তির পথে। হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। এরইমধ্যে প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আকরাম চলতি বছরের সেরা ক্রিকেটারকে বেছে নিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম সংবাদমাধ্যমে বলেন, চলতি বছর এই ক্রিকেটারের নামেই লেখা ছিল। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ক্রিকেটার। ব্যাট হাতে ২২ গজে রাজ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। ওয়াসিম আকরাম এর মতে চলতি বছর বিশ্ব ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

অবশ্য সেরা ক্রিকেটার বেছে নেওয়ার ক্ষেত্রে একাধিক যুক্তি সামনে এনেছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম। আজ তিনি বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণেও প্রথম পাঁচে তিনি, ব়্যাঙ্কিং তিন। বর্তমান বিশ্বের সেরা চার জন ক্রিকেটারের নামের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত করেছেন বাবর আজম। বিরাট কোহলি, জো রুট এবং ডেভিড ওয়ার্নারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন বাবর আজম। এই বছরটা ওরই ছিল। আর সেটা স্বীকার করতে কোনরকম দ্বিধা নেই আমার।

ওয়াসিম আকরাম আরো বলেন, যদি পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যানদের তালিকা তৈরি করা হয় সেখানে উজ্জ্বলভাবে লেখা থাকবে বাবর আজমের নাম। বাবর আজমের নেতৃত্বে বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ভারতকে হারানোর গৌরব অর্জন করেছে পাকিস্তান। চাপের মধ্যেও সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাবর। পাকিস্তানের ব্যাটিং ইতিহাস যদি দেখা যায় তাহলে, জাহির আব্বাসকে দিয়ে শুরু, তারপর জাভেদ মিঁয়াদাদ, সলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মহম্মদ ইউসুফ। এরপরেই এখন বাবর। এই সালটা ওর জন্য ইতিহাস লেখার ছিল। আর বাবর সেটা সগৌরবে লিখেছেন। ভবিষ্যতে ওর কাছ থেকে আরো অনেক কিছু পেতে চলেছে পাকিস্তান।

Advertisement

#Trending

More in Cricket News