Connect with us

Cricket News

IND vs RSA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কবে ও কখন খেলা, দেখুন একনজরে

Advertisement

নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মাসের ১৭ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ভারতের। সেই উদ্দেশ্যে আগামী ৮ কিংবা ৯ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চাপার কথা ছিল ভারতীয় পূর্ণাঙ্গ দলের। এমনটাই ছিল সময়সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নতুন প্রজাতির করোনাভাইরাসের উদ্ভব চিন্তায় ফেলেছিল ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেটারদের স্বার্থের কথা বিবেচনা করে কিছুটা না না করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সবুজ সংকেত মিলল।

দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ থেকে কিছুটা কাটছাঁট করা হয়েছে। সফর থেকে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। অর্থাৎ এই সফরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য হবে এই তিনটি টেস্ট ম্যাচ। এছাড়া একদিনের সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত। সূত্রের খবর, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কঠোর জৈব সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নিন ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সময়সূচী-

প্রথম টেস্ট: ২৬-৩১ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ।

তৃতীয় টেস্ট: ১১-১৫ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন।

প্রথম একদিনের ম্যাচ: ১৯ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল।

দ্বিতীয় একদিনের ম্যাচ: ২১ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল।

তৃতীয় একদিনের ম্যাচ: ২৩ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন।

উল্লেখ্য, প্রথম দুটি টেস্ট ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিট থেকে শুরু হবে। শেষ টেস্ট শুরু দুপুর ২:০০ থেকে। একদিনের সবক’টি ম্যাচই দুপুর ২:০০ থেকে শুরু হবে।

Advertisement

#Trending

More in Cricket News