
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় ভারতীয় টিম বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে। সেখানে ইংল্যান্ডের সাথে ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেটাররা। আগষ্টের ৮ তারিখ থেকে প্রথম টেস্টের বল মাটিতে গড়তে চলেছে। ভারতীয় দলের সদস্যরা বিসিসিআইয়ের অনুমতিতে ২০ দিনের ছুটি পালন করছে ইংল্যান্ডে। চলতি মাসের ১৫ তারিখে তারা আবার তাদের পুরনো শিবিরে রিপোর্ট করবেন। এই টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। এরইমধ্যে ভারতীয় প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর তার পছন্দের একাদশ বেছে নিলেন। দেখে নিন কে কে রয়েছে তার পছন্দের একাদশে-
ভারতীয় প্রাক্তন ওপেনার গৌতম গাম্ভীর বলেন অবশ্যই দলে ৫ জন বোলার ও ৬ জন ব্যাটসম্যান রাখতেই হবে। সেটা যেকোনো পরিস্থিতিতেই রাখা উচিত। তিনি তার একাদশ থেকে ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া এবং ওপেনার মায়ানক আগারওয়াল কে বাদ দিয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া সফর থেকে মায়ানক আগারওয়াল এর পারফরম্যান্স খুবই খারাপের দিকে চলে গেছে। তাই বর্তমানে তিনি আমার একাদশে নেই।
গৌতম গম্ভীর বলেন, যদি ইংল্যান্ডের সাথে ভারতীয় দল লড়াই করতে চায় তাহলে প্রথম ইনিংসে ৩৫০ এর অধিক রানের লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। তিনি বলেন, আমার একাদশে আকসার প্যাটেল এবং রবিচন্দন অশ্বিন থাকবে। তারা দুজনে সাত এবং আট নম্বরে ব্যাটিং করতে পারেন। তিনি তার একাদশটিকে এইভাবে সাজিয়েছেন- শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রিশাব পান্ত, আকসার প্যাটেল, রবিচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। তিনি একটি চ্যানেলে গেম প্লান সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার পছন্দের একাদশ নির্বাচন করেন।
