Connect with us

Cricket News

অস্ট্রেলিয়া সফরে রোহিতের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকার

Advertisement

আইপিএলে তিনি  দিব্যি অনুশীলন করছেন। খুব শীঘ্রই মুম্বই ইন্ডিয়ান্সের  প্রথম একাদশে তাঁর ফিরে আসার ইঙ্গিতও পাওয়া গেছে। অথচ, এখনও প্রায় একমাস পর শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরের দলে নাম নেই টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

রোহিতের ফিটনেসের অবস্থা কী স্পষ্ট করুক বিসিসিআই, দাবি তুলছেন প্রাক্তনরাও। কারণ, অজিদের বিরুদ্ধে রোহিতকে না খেলানোটা যে নেহাতই বোকামি, সেটা বলার অপেক্ষা রাখে না।

সোমবার দল ঘোষণার সময়, বোর্ডের তরফে সংক্ষেপে বলা হয়, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম রোহিত শর্মা এবং ইশান্ত ফিটনেসের উপর নজর রাখছে। ব্যাস ওইটুকুই। আর কোনও তথ্য দেওয়া হয়নি বোর্ডের তরফে। কোনও সাংবাদিক সম্মেলনও করা হয়নি। এদিকে, দল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় হিটম্যানের অনুশীলনের ছবি পোস্ট করেছে। আর তাতেই সমর্থকদের মনে সন্দেহ দানা বেঁধেছে। সত্যিই হিটম্যানের ফিটনেসের সমস্যা, নাকি তাঁর বাদ পড়ার পিছনে অন্য কোনও কারণ? সমর্থকদের প্রশ্ন, রোহিত যদি আনফিটই থেকে থাকেন তাহলে আইপিএল থেকে থেকেও তো ছিটকে যেতেন। তাঁকে তো দিব্যি অনুশীলন করতে দেখা যাচ্ছে।

তাছাড়া অস্ট্রেলিয়া সফরের তো আরও অনেকটা সময় আছে। সেক্ষেত্রে তো চোট পেলেও তাঁর ঘুরে দাঁড়ানোর সময় থাকছে।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকারের রোহিতকে নিয়ে বলেছেন ,’আমার মনে হয় ভারতীয় সমর্থকদের জানা উচিত ঠিক কী হচ্ছে। আমরা টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করছি। যেগুলি কিনা আজ থেকে দেড় মাস পরে। তাছাড়া রোহিত তো অনুশীলন করছেন। তাহলে এটা কী ধরনের চোট? আমার মনে হয়, ঠিক সমস্যাটা কী সেটা নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। আরও খোলাখুলি সবটা জানা প্রয়োজন।’

Advertisement

#Trending

More in Cricket News