
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর জানান ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্রয়ে শেষ হলে আইসিসির বিজয়ী দল নির্ধারণের জন্য একটি উপায় ভাবা উচিত। সাউদাম্পটনের রোজ বোলে কোনও বল না করেই ডব্লিউটিসি ফাইনালের চতুর্থ দিন ভেস্তে যাওয়ার পরে গাওস্করের এই মন্তব্য এসেছিল।
চতুর্থদিনও একইভাবে খেলা ভেস্তে যাওয়ায় রিজার্ভ ডে-তে খেলা গড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চম দিন এবং রিজার্ভ ডে মিলিয়ে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় কিনা সেটাই এখন দেখার। খেতাব ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ভাগাভাগি হয়ে যেতে পারে। আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল খেলা ড্র কিংবা অমীমাংসিত থাকলে পুরস্কার অর্থ এবং ট্রফি দুই দল ভাগাভাগি করে নেবে। আইসিসির এই নিয়ম মানতে রাজি নন সুনীল গাওস্কর। তাঁর মতে আইসিসি-র এমন কোনও পরিকল্পনা করা উচিত যাতে ম্যাচ ড্র হলেও জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়।
ডব্লিউটিসি ফাইনালে এখনও পর্যন্ত মাত্র ১৪১.১ ওভারের খেলা সম্ভব হয়েছে। ১০১ রান তুলে ফেলেছে কিউইরা। পিছিয়ে মাত্র ১১৬ রানে। মাত্র দুই দিনের ক্রিকেট (সংরক্ষিত দিন সহ) বাকি ৩০৮.৫ ওভার শেষ করা প্রায় অসম্ভব। “মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হিসাবে শেষ হবে এবং ট্রফিটি ভাগ করে নেওয়া হবে। এই প্রথম কোনো ফাইনালে ট্রফি ভাগ করা হবে। ফুটবলে যেমন পেনাল্টি শুট বা অন্য নিয়মে জয়ী বেছে নেওয়া হয়, টেনিসে যেমন টাইব্রেকার আছে, তেমনই কোনও একটা উপায়ে জয়ী দল বেছে নেওয়া উচিত আইসিসির” তিনি বলেন।
