Connect with us

Cricket News

শুরুটা ভাল করলেন গিল ও রোহিত, ৫০ করলেন গিল

Advertisement

প্রথমবার টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে ওপেনিং পার্টনারশিপ গড়লেন শুভমান গিল ও রোহিত শর্মা। আর প্রথমবারেই সফল তাদের এই পার্টনারশিপ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ভালভাবে সামলেছেন গিল-রোহিত জুটি। দুজনে মিলে ২৬ ওভার ব্যাট করে প্রথম উইকেটের জুটিতে করলেন ৭০ রান। তারপর ২৬ রানে আউট হন রোহিত।

মেলবোর্নে শুভমান গিলের টেস্ট অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৫ বলে ৪৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস। এদিনও অজি বোলারদের সামনে ভাল ব্যাট করতে থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন হিটম্যান। মিচেল স্টার্ক। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, ন্যাথান লিও কেউ বিপদে ফেলতে পারেনি গিল। রোহিত শর্মাকে ন্যাথান লিও যদিও কিছুটা সমস্যায় ফেলেছিলেন।

অনেকটাই লড়াইয়ের পর জশ হ্যাজেলউডের বোলিংয়ে এই পার্টনারশিপ ভাঙে। ৭৭ বলে ২৬ রান করে হ্যাজেলউডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। শুভমান গিল যদিও নিজের জাত চেনাতে থাকেন। টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরানও করেন তিনি।

তারপরই প্যাট কামিন্সের বলে ১০১ বলে ৫০ করে আউট হন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। স্লিপে গিলের দারুণ একটা ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ার তরুণ অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন। ৫০ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে।

 

Advertisement

#Trending

More in Cricket News