Connect with us

Cricket News

IND Vs RSA: ভাগ্য সঙ্গ দিচ্ছে টিম ইন্ডিয়ার! বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু

Advertisement

ব্যাটসম্যানরা ব্যাটে রান না পেলেও ভাগ্য সঙ্গ দিচ্ছে টিম ইন্ডিয়ার। আর সেই ভাগ্যের উপর নির্ভর করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের সামনে এখনো দুদিনের খেলা বাকি। হাতে রয়েছে মূল্যবান ৮ উইকেট। জয়ের জন্য প্রয়োজন মাত্র ১২২ রান। অন্যদিকে ম্যাচ জিততে ভারতের সামনে এখন বিশাল লক্ষ্য। ১২২ রানের মধ্যে অলআউট করতে হবে প্রোটিয়াদের। তবে আজ চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যে কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে চলেছে দেরিতে। তাছাড়া বৃষ্টির কারণে বাড়তি সুবিধা পেতে পারে ভারতীয় বোলাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলশ্রুতিতে অধিনায়কত্ব গিয়ে পড়ে ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলের উপর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। তবে প্রথম ইনিংসে মাত্র ২০২ রানে গুটিয়ে যায় ভারতীয় শিবির। দলের হয়ে সর্বোচ্চ কে এল রাহুল অর্ধশত রানের ইনিংস খেলেন। তাছাড়া রবীচন্দ্রন অশ্বিন যুক্ত করেন ৪৬ রান।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় প্রোটিয়া শিবির। একাই প্রথম ইনিংসে ৭ উইকেট দখল করেন শার্দুল। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়। ২৭ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং মায়ানক আগারওয়াল দুজনেই ব্যস্ত হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারার অর্ধশত রানের উপর নির্ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। ফলশ্রুতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৪০ রান। তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা এখন মাত্র ১২২ রান। তবে বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় বাড়তি সুবিধা পেতে চলেছে টিম ইন্ডিয়া। ভাগ্যের উপর দাঁড়িয়ে রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Advertisement

#Trending

More in Cricket News