
সব প্রতীক্ষার অবসান। ভারত অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মার কোলজুড়ে এল কন্যাসন্তান। আজ সোমবার বিকালে সোশ্যাল সাইটে এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং বিরাট কোহলি। নিজেদের প্রথম সন্তান জন্মের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরেন বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর আর টেস্ট খেলেননি। এই সময় স্ত্রীর পাশে থাকতেই বিরাটের এই সিদ্ধান্ত ছিল।
দেশে ফেরার পর কিছুদিনের মাঝেই এলো আনন্দ সংবাদ। আর এই খুশির খবর আসার পর বিরুষ্কাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
সোশ্যাল সাইটে কোহলি লিখেছেন, ‘আমরা অত্যন্ত রোমাঞ্চিত, সবাইকে জানাতে চাই যে আজ দুপুরে আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনুশকা এবং আমাদের নবজাতক উভয়েই সুস্থ আছে এবং আমরা নতুন একটি জীবনে পা রাখতে যাচ্ছি। আমি অবশ্যই আশা করব, এই সময়টিতে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। সবাইকে ভালোবাসা- বিরাট।”
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
