Connect with us

Cricket News

দুরন্ত পারফরম্যান্স, জয় দিয়েই মুস্তাক আলি ট্রফির শুরু বাংলার

Advertisement

৯ উইকেটে জয় দিয়েই ঘরোয়া ক্রিকেটে অভিযান শুরু বাংলার

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের শুরুটা ভালো হল বাংলার। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ৯ উইকেটে দুরন্ত জয় পেল অনুষ্টুপ মজুমদারের দল। এদিন
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলিতে অভিষেক হল কাইফ আহমেদ ও শুভঙ্কর বলের।

ইশান-আকাশ-মুকেশের বিধ্বংসী বোলিং এর সামনে শুরু থেকেই ধরাশায়ী ওড়িশা। ২০ ওভারে মাত্র ১১৩ রানেই ইনিংসের সমাপ্তি ওড়িশার। ইশান একাই নিলেন ৪ উইকেট। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ তার।  আকাশ ও মুকেশের ঝুলিতে এল ২ টি করে উইকেট। শাহবাজ ১টি। জবাবে ব্যাট করতে নেমে অনবদ্য ব্যাটিং বিবেক সিং এর। ওপেনিং এ ব্যাট করতে নেমে ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন বিবেক। তাঁকে যোগ্য সঙ্গ দেন শ্রীবৎস গোস্বামী ও শুভঙ্কর বল। শ্রীবৎস করেন ২৫ রান। ৩৪ রানে অপরাজিত থাকেন অভিষেক হওয়া শুভঙ্কর। সহজ লক্ষ্য মাত্র ১২ ওভার ২ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।

 

 

Advertisement

#Trending

More in Cricket News