
৭২ বছরে পদার্পণ করলেন ভারতের লিটিল মাস্টার সুনীল গাভাস্কার। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছে বিসিসিআই। সাথে সাথে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। লিটিল মাস্টার ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অন্য মাত্রায়। ক্রিকেট ইতিহাসে একমাত্র তিনি তিনটি ম্যাচে প্রতিটি ইনিংসে শতরান করার গৌরব অর্জন করেছেন। এমন বিরল রেকর্ড, যা আজ পর্যন্ত অক্ষুন্ন। সানির জন্মদিন, আর ক্রিকেটপ্রেমীদের স্মরণে থাকবে না, সেটা কি কখনো হতে পারে?
লিটিল মাস্টার প্রথম টেস্ট ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত ১০,০০০ হাজার রান পূর্ণ করেন। অবশ্য যেটি ২০০৫ সালের ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ভেঙে দেন। ৭২ বছর বয়সে এসে সুনীল গাভাস্কার ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন। ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই কিন্তু ক্রিকেট মাঠের টান আজও ছাড়তে পারেননি লিটিল মাস্টার। ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন ১৯৭১ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
লিটিল মাস্টার ১০ই জুলাই ১৯৪৯ সালে মুম্বাই- এ জন্মগ্রহণ করেন। ডানহাতি এই ওপেনার এর নামে রয়েছে ৩৪ টি টেস্ট শতকের রেকর্ড। সানির ১০ হাজার রানের রেকর্ডটি আজও ICC-র প্রকাশিত তালিকার টপ ১৩ জনের মধ্যে অবস্থান করে আছে। বর্তমানে তিনি স্পোর্টিং নিউজ চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত রয়েছেন। ভারতীয় ডানহাতি এই ওপেনারের জন্মদিনে তার সুস্থতা কামনা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় এই মহান ক্রিকেটারের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার সহ খেলোয়াড়রাও।
