Connect with us

Cricket News

Harabhajan Singh: সর্বকালের সেরা টি-টোয়েন্টি দল বেছে নিলেন হরভজন, জায়গা হল না ভারত অধিনায়ক বিরাট কোহলির

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন বোলার হরভজন সিং নিজের পছন্দমত টি-টোয়েন্টি দল বেছে নিলেন। তার বেছে নেওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বর্তমান ভারত অধিনায়কের। তবে সেই দলে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

হরভজন সিংয়ের বেছে নেওয়া দলের প্রথম এগারোয় রয়েছেন: ১) রোহিত শর্মা ২) ক্রিস গেইল ৩) জোস বাটলার ৪) শেন ওয়াটসন ৫) এবি ডি’ভিলিয়র্স ৬) মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার) ৭) ডোয়েন ব্র্যাভো ৮) কায়রন পোলার্ড ৯) সুনীল নারিন ১০) লসিথ মালিঙ্গা ১১) জসপ্রীত বুমরাহ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েও হরভজন সিংয়ের বেছে নেওয়া দলে জায়গা হল না বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির। এই দলে রয়েছেন মোট তিনজন ভারতীয় ক্রিকেটার। ক্যাপ্টেন এবং কিপার হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, জসপ্রীত বুমরাহ ও রোহিত শর্মা।

হরভজন সিংয়ের বাছাই করা দলে ওয়েস্ট ইন্ডিজের মোট চারজন ক্রিকেটার রয়েছেন। ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, কায়রন পোলার্ড, সুনীল নারিন। এছাড়াও দলে রয়েছেন ইংল্যান্ডের জোস বাটলার, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়র্সকে। এছাড়াও ধরে রেখেছেন পেস বোলার লাথিস মালিঙ্গাকে। বিভিন্ন দেশের সেরা সেরা ক্রিকেটারদের নিয়ে নিজের পছন্দের সেরা এগারো বানিয়েছেন ভাজ্জি।

Advertisement

#Trending

More in Cricket News