Connect with us

Cricket News

দু’বছর পর মাঠে নেমে কী জানালেন হরভজন সিং

  • by

Advertisement

গত রবিবার কেকেআরের জার্সি পরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামেন হরভজন সিং। আইপিএল ২০২১ মরসুমের জন্য নিলামে হরভজনকে ২ কোটি টাকার বিনিময়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। দুই বছর পর মাঠে বল করতে নেমে একটু ঘাবড়ে যাওয়ার কথা নিজেই স্বীকার করলেন ভাজ্জি।

২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ আইপিএলে খেলেছেন কিংবদন্তি এই স্পিনার। ২০২০ সালে করোনা মহামারি চলাকালীন ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২ বছর পর মাঠে ফিরে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পান। হায়দরাবাদ ইনিংসের প্রথম ওভারেই বল করতে যান তিনি। এক ওভারে ৮ রান দেন। কোনো উইকেট পাননি তিনি।

কেকেআর অধিনায়ক মরগ্যান হাতে নতুন বল তুলে দেওয়ার পর অনুভুতি কেমন ছিল তা জানতে চাইলে ভাজ্জি সংবাদমাধ্যমকে জানান, ” নতুন বলে বল করাটা আমার কাছে নতুন কোনো বিষয় নয়। তবে দু বছর পর আইপিএলের মাঠে নামায় একটু নার্ভাস ছিলাম এবং সাথে একটু চাপও ছিল। আমি খুশি যে দলের হয়ে প্রথম ওভারটা ভাল বল করতে পেরেছি।” তিনি আরও বলেন, “আরও বোলিং এর সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সেটা হয়নি। যাইহোক আশা রাখছি ভবিষ্যতে আমি কেকেআরের হয়ে আরও অনেক ওভার বল করব এবং অনেক উইকেট নেব।”

হরভজনের ঝুলিতে রয়েছে ৪১৭টি টেস্ট উইকেট, ২৬৯টি ওয়ান ডে উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫টি এবং আইপিএলে ১৫০টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস এই মরশুমে কেকেআরকে অনেক দূর নিয়ে যাবে এমনটাই আশা করা যায়।

Advertisement

#Trending

More in Cricket News