Connect with us

Cricket News

IND Vs RSA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে t20 সিরিজে ভারতের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া! জল্পনা তুঙ্গে

Advertisement

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম পেতে পারেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। আইপিএলের মেগা আসর শেষ হতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তাই আগে থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে একাধিক সিরিজ খেলবে ভারত। এরমধ্যে আইপিএল শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্লু বাহিনী। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ৯ই জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছুটি দেওয়া হতে পারে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবার আইপিএলের আসরেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখনো পর্যন্ত আইপিএলে ১৩ ম্যাচে তিনি ২৩৬ রান করেছেন। এছাড়া বিশ্রামে যেতে পারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মা ১২ ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন। গড় ১৮.১৭। স্ট্রাইক রেট ১২৫.২৯। ১২ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে রোহিত এক সংখ্যার রানে আউট হয়েছেন। তাছাড়া চলতি আইপিএলে একটি গোল্ডেন ডাক রয়েছে তার নামে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তালিকায় জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ, কে এল রাহুল রবীন্দ্র জাদেজা এবং সূর্য কুমার যাদবের নামও উঠে এসেছে। সিনিয়র ক্রিকেটারদের বেশিরভাগ ক্রিকেটারকে অফ ফর্মের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজে।

ফলস্বরূপ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকা সিরিজে কে হবেন ভারতের অধিনায়ক? এই প্রশ্নের উত্তরে আপাতত দুজন ক্রিকেটারের নাম উঠে এসেছে। চলতি আইপিএলে নেতৃত্ব দিয়ে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া গতবছর শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে একজন ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। তবে আইপিএলে দুর্দান্ত সাফল্যের নিরিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার তালিকায় বেশ খানিকটা এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

৯ জুন প্রথম টি-টোয়েন্টি (দিল্লি)

১২ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি (কটক)

১৪ জুন তৃতীয় টি-টোয়েন্টি (বিশাখাপত্তনম)

১৭ জুন চতুর্থ টি-টোয়েন্টি (রাজকোট)

১৯ জুন পঞ্চম টি-টোয়েন্টি (বেঙ্গালুরু)

Advertisement

#Trending

More in Cricket News