
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের এক সোনালী যুগের সৃষ্টি করেছিলেন। তার অধিনায়কত্বে ভর করে ভারত আইসিসি-র সমস্ত ফরম্যাটে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। মহেন্দ্র সিং ধোনি তার শান্ত স্বভাবের জন্য বিশ্ব ক্রিকেটে ক্যাপ্টেন কুল নামে পরিচিত। ভারতীয় ইতিহাসে সেরা ফিনিশার হলেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় হেরে যাওয়া ম্যাচে কিভাবে কামব্যাক করতে হয় সেটা মহেন্দ্র সিং ধোনি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন বলেন, ভারতীয় দলে এখন ধোনির মত একজন ফিনিশার খুবই প্রয়োজন। যে দলের স্বার্থে বড় বড় শট খেলে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, বর্তমান সময়ে খেলোয়াড়দের মধ্যে হার্দিক পান্ডিয়ার সেই গুন আছে। ব্যাট হাতে মাঠে নেমেই বড় বড় শট খেলতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে তাকে মহেন্দ্র সিং ধোনির মত বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে। কখন কি প্রয়োজন সেটা জেনে তবেই ব্যাট চালাতে হবে। হার্দিক পান্ডিয়ার মধ্যে সব গুনই আছে। শুধু তাকে তার বহিঃপ্রকাশ করতে হবে।
উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া বর্তমানে ভারতীয় জুনিয়ার টিম এর সদস্য হয় শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। সেখানে শ্রীলংকার সাথে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। এছাড়া হার্দিক পান্ডিয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের একজন সদস্য। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে ওমান ও দুবাইতে অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা হার্দিক পান্ডিয়ার কাছ থেকে অনেক কিছু আশা করে। ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
