
আজ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা বড় রান করতে হিমসিম খেল সেখানে ৬ নম্বরে নেমে ৭৬ বলে ৯০ রান করলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার এই অসাধারণ ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারির সাহায্যে।
ভারতের স্কোর যখন ১০১-৪ তখন ব্যাট করতে নামেন পান্ডিয়া। শিখর ধাওয়ানের সঙ্গে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ৮৬ বলে ৭৪ রান করে ধাওয়ান আউট হওয়ার পরেও কিছুটা লড়াই চালিয়ে যান তিনি।
পান্ডিয়ার ওয়ানডে কেরিয়ারে এটাই সর্বোচ্চ রান। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ২০১৭ সালে ৮৩ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আজ তিনি চাইলেই ওয়ানডে কেরিয়ারে তার প্রথম শতরানটি করতে পারতেন। কিন্তু দলের কথা ভেবে ঝুঁকি নিয়ে অ্যাডাম জাম্পার শিকার হন। তবে আজ পান্ডিয়ার ব্যাট থেকে এত সুন্দর একটা ইনিংস আসায় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা শুরু হয়ে গেছে।
Then – Pandya is unfit for ODI without Bowling
Now – The warrior of the Match 🔥🔥
Remember the Name HARDIK PANDYA 😎#HardikPandya #AUSvIND pic.twitter.com/sAnPBC4oWC
— Pradeep (@Pradeep_kavinn) November 27, 2020
🤩Legends rock anywhere🤩
Hardik Pandya becomes the fastest Indian cricketer to score first 1000 runs.
90 runs knock under pressure in today's match.#HardikPandya #AUSvIND #TeamIndia pic.twitter.com/clRu7kLPqx— Hexanovate (@hexanovate) November 27, 2020
#HardikPandya highest individual score in odi 90* vs AUS today
🔥🔥🔥🔥🔥🔥🔥#INDvAUS pic.twitter.com/zWWXwd6goD
— Vijay Rasigan ᵀʰᵃˡᵃᵖᵃᵗʰʸᴶᴰ 🔥 (@vijayrasigan_) November 27, 2020
